April 25, 2024, 9:27 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী লেখাপড়া করেই অনেক বড় হতে হবে: ঢাবি উপাচার্য লক্ষ্মীপুরে জেলেদের মাঝে গরু বিতরণ

লক্ষ্মীপুরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা

নিজস্ব প্রতিবেদক

লক্ষ্মীপুর সদর হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে সদর হাসপাতাল কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডাঃ আব্দুল গফফার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি সভাপতি এ কে এম শাহজাহান কামাল।

সভার শুরুতেই জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডাঃ মোহাম্মদ মোরশেদ আলম হিরু সভার কার্যবিবরনী ও সিদ্ধান্ত সমূহ এবং মুজিব বর্ষ পালনে কর্মপরিকল্পনাগুলো উপস্থাপন করেন।

সভায় জেলা পরিষদের সাথে হাসপাতালের অমিমাংসিত জমির বিষয়ে মীমাংসার সিদ্ধান্ত, হাসপাতালের নিরাপত্তার জন্য আনসার নিয়োগের ব্যবস্থা করা, নার্সিং কলেজের জন্য জমি অধিগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেন। এসব বিষয় জরুরি ভিত্তিতে বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়ে কথা বলে তাতক্ষনিক ব্যবস্থা করেন।

সিভিল সার্জন ডাঃ আব্দুল গফফার বলেন, এমপি মহোদয়ে দিক-নির্দেশনায় হাসপাতালটিতে সেবার মান বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে এবং এর সুফল খুব শ্রিঘ্রই লক্ষ্মীপুরবাসী ভোগ করতে পারবেন।

এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পরিবার -পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডাঃ আশফাকুর রহমান মামুন, সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আনোয়ার হোসেন, আমাদের লক্ষ্মীপুর এর প্রকাশক ও সম্পাদক বায়েজীদ ভূইয়া,সদর থানার (সেকেন্ড অফিসার) এস আই আবুল বাশার প্রমুখ।



ফেসবুক পেইজ