April 25, 2024, 10:09 am

দিনমজুরদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব শফিকুর রিদোয়ান আরমান শাকিল।

প্রতিনিধি,দৈনিক আমাদের লক্ষ্মীপুর: সারাদেশে কোভিড-১৯  এর প্রকোপে  প্রায় লকডাউন জারি হয়ে যায়,এই সময়ে কঠিন ভোগান্তিতে পড়েছেন দিনমজুর।সারাদেশ লকডাউন এর ফলে এই দিনমজুরেরা আয়-রোজগার করতে না পেরে অসহায় হয়ে পড়ে।

এই মহামারীর সময়ে দিনমজুর এর পাশে দাড়ালেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব শফিকুর রিদোয়ান আরমান শাকিল।

সুখ বাজারে কিনতে পাওয়া যায় না। মানুষের পাশে দাড়াতে পারা অনেক বড় সুখ। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সব কিছু ১০ দিনের বন্ধের ৩য় দিন নিজ ইচ্ছায় দিন মজুর, রিক্সা চালক, ভ্যান চালক, হকার, দিনে আনে দিনে খায় এরকম খেটে খাওয়া অসহায় দরিদ্র মানুষ যেন ঘর থেকে বের না হয় সেজন্য তাদের মাঝে চাল, আলু, ডাল, চিড়া, সাবান ইত্যাদি সহযোগিতার হাতে বাড়িয়ে দিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব শফিকুর রিদোয়ান আরমান শাকিল।

এছাড়াও তাদের মাঝে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে করনীয় লেখা লিফলেট বিতরণ করা হয় এবং সরকারি নির্দেশনা মান্য করে ঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ করা হয়।



ফেসবুক পেইজ