September 23, 2023, 11:55 am
ব্রেকিং :
তানজিমের পরিবর্তে হাসান মাহমুদ রামগতিতে নেতাকে ধর্ষণ মামলায় ফাঁসাতে গিয়ে ফেঁসে গেল এক তরুণী লক্ষ্মীপুরে আজকের দর্পন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রামগঞ্জে ইন্সুরেন্সের টাকা জমা দিতে এসে প্রাণ গেল মরিয়মের লক্ষ্মীপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে সাংবাদিকের মায়ের মৃত্যু লক্ষ্মীপুরে স্কুল ছাত্রী অপহরণ মামলায় মূলহোতাসহ ৪ আসামী কারাগারে দুই বছরেও শেষ হয়নি লক্ষ্মীপুরের রায়পুর ডাকঘর ভবণের নির্মাণ কাজ সরকারী সহায়তা চেয়েও পাইনি তবুও হাঁস পালনে সফল লক্ষ্মীপুরের জাহাঙ্গীর দেশকে এগিয়ে নিতে লক্ষ্মীপুরে কৃতি শিক্ষার্থীদের শপথ লক্ষ্মীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেলো রিকশাচালকের

কাবা শরিফে বয়স্কদের জন্য চালু হলো ইলেক্ট্রিক গাড়ি

বয়সে প্রবীণদের জন্য কাবা শরিফ পরিদর্শন, তাওয়াফ ও মসজিদে হারামে চলাচলের জন্য বৈদ্যুতিক গাড়ির চালু করেছে হারামাইন কর্তৃপক্ষ। দুই পবিত্র মসজিদের প্রধান তত্ত্বাবধানকারী শায়খ ড. আবদুর রহমান বিন আবদুল আজিজ আস-সুদাইসি নতুন ইলেক্ট্রিক গাড়ির উদ্বোধন করেছেন।

পায়ে হেঁটে চলাফেরায় কষ্ট হওয়া ও অক্ষমদের জন্য এ বৈদ্যুতিক গাড়িটি কাবা শরিফ পরিদর্শন, তাওয়াফ ও মসজিদে হারামে হজ, ওমরা পালন ও জেয়ারতকে সহজ করবে তুলবে।

তবে যারা এটি ব্যবহার করতে চাইবেন তাদের জন্য মসজিদে হারাম ও কাবা শরিফে প্রবেশ ও প্রস্থানে সুনিদিষ্ট স্থান বরাদ্দ থাকবে। নির্দিষ্ট এ স্থানটিও ইতিমধ্যে বরাদ্দ করে দিয়েছেন শায়খ সুদাইসি।

মসজিদে হারামের সার্বিক ব্যবস্থাপনা বিভাগ সব সময় আল্লাহর মেহমানদের সুযোগ-সুবিধা বাড়াতে এবং ইবাদত-বন্দেগি সহজ করতে অনবরত কাজ করে যাচ্ছেন।

বিদ্যুৎচালিত গাড়ির এ প্রযুক্তি নিয়ে আসায় এবং এটি উদ্বোধন করায় বয়স্ক ব্যক্তিদের ওমরাহ ও হজ পরিবহনকে সহজ করে তুলবে। বৈদ্যুতিক এ গাড়িগুলো চলমান মহামারি করোনার ঝুঁকি থেকে মুক্ত থাকতে হজ-ওমরাহ পালনকারীদের জন্য সহায়ক হবে বলে জানিয়েছেন হারামাইন কর্তৃপক্ষ।

পবিত্র কাবা শরিফ তথা মসজিদে হারামের যাতায়াত, পরিদর্শন ও হজ-ওমরাহ পালনকারীদের কার্যক্রম সহজ করতে নিরলস পরিশ্রম ও চেষ্ট অব্যাহত থাকবে।



ফেসবুক পেইজ