নিজস্ব প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে লক্ষ্মীপুরের রায়পুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অমর একুশে ফেব্রুয়ারি উদযাপিত হয়েছে।
দিনটিকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক সংগঠণ আলাদা আলাদা ভাবে বিভিন্ন কর্মসূচী ফালন করে। রবিবার প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিণারে রায়পুর উপজেলা নির্বাহী অফিসার সাবরীন চৌধুরীর নেতৃত্তে পুস্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং রায়পুর থানা আইনশৃঙ্খলা রক্ষাকারী (পুলিশ) বাহিনী।
সকাল আট ঘটিকায় পুস্পমাল্য অর্পণ করে উপজেলা আওয়ামীলীগ পৌর আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ,কৃষকলীগ ও দলটির অন্যান্য সহযোগী সংগঠণ। এছাড়াও শিক্ষক,সাংবাদিক,স্বেচ্ছাসেবী সংগঠণ স্বপ্নীল রায়পুর গ্রুপ,ইমারত নির্মাণ শ্রমিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কেন্দ্রীয় শহীদ মিণারে পুস্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে ভাষা শহীদদের প্রতি সন্মান প্রদর্শন করেন।
অপরদিকে সকাল দশটায় ভাষা শহীদদের স্মরণে রায়পুর প্রাইম ব্যাংকের সামনে বিশাল আলোচনা সভার আয়োজন করে রায়পুর পৌর আওয়ামীলীগ। পৌর আওয়ামীলীগ এর আহ্বায়ক কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহর স ালনায় ও সভাপতিত্তে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আলহাজ¦ হারুনুর রশিদ,প্রধান বক্তা লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রফেসর ডা: এহসানুল কবির জগলুল,অধ্যক্ষ্য মামুনুর রশীদ,মোঃ শাহজাহান, হাজী ইসমাইল হোসেন খোকন,গিয়াস উদ্দীন রুবেল ভাট,এড.মিজানুর রহমান মুন্সি প্রমুখ।
দিনটির তাৎপর্য্য অনুভব করে উপজেলার সকল সরকারি,বেসরকারি,আধা সরকারি বা ব্যাক্তিগত প্রতিষ্ঠান সমূহ জতীয় পতাকা অর্ধনমিত রাখে।