April 19, 2024, 6:35 pm

লক্ষ্মীপুরে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

লক্ষ্মীপুর প্রতিনিধি: নির্ভর যোগ্য পরিসংখ্যান, টেকসই উন্নয়নের উপাদান এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে ২৭ ফেব্রুয়ারী (শনিবার) জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে আলোচনা সভা সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভৃঁইয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা: আশফাকুর রহমান মামুন, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক হারুন অর রশিদ।
বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিসংখ্যান অফিসার আবু নোমান চৌধুরী, উপজেলা পরিসংখ্যান অফিসার (কমলনগর) সরকার হুমায়ুন কবির, উপজেলা পরিসংখ্যান অফিসার (রায়পুর) জাকির হোসেন, উপজেলা পরিসংখ্যান অফিসার (রামগঞ্জ) নুর নবী প্রমুখ।
সভায় বক্তারা বলেন উন্নয়নে অংশিধার হতে হলে সঠিক তথ্য দিতে হবে। জনশুমারী ও গৃহগণনা সঠিক বাস্তবায়ন করতে সকলের সহযোগীতা প্রয়োজন । সকলকে জরীপে সঠিক তথ্য দিয়ে সহযোগীতা করার জন্য সকলের প্রতি আহবান জানান।



ফেসবুক পেইজ