April 24, 2024, 4:54 pm

লক্ষ্মীপুরে হাসপাতালে কমেছে রোগি, হটলাইনে সেবা

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ও আতংকে লক্ষ্মীপুর সদর হাসপাতাল প্রায় রোগীশূন্য হয়ে পড়েছে। প্রতিদিন বহির্বিভাগেই কয়েকশ রোগী এ হাসপাতালে স্বাস্থ্যসেবা নিতে আসতেন। সেই বহির্বিভাগ এখন পুরো ফাঁকা। কোনো ভিড় নেই। খুব বেশি শারীরিক অসুস্থতা না হলে কোনো রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন না। হাসপাতালের বেডগুলো রোগীশূন্য হয়ে পড়ে আছে। তবে সব ধরনের রোগীর সেবা দিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়াও নিয়মিত হটলাইন নাম্বারে সাধারণ রোগের চিকিৎসা দিচ্ছে লক্ষ্মীপুর স্বাস্থ্য বিভাগ। লক্ষ্মীপুর সদর হাসপাতালে ৬টি ও ৪উপজেলায় ৪টি হটলাইন নাম্বারে ফোন দিয়ে যে কেউ স্বাস্থ্য সেবা নিতে পারবেন বলে জানান স্বাস্থ্য বিভাগ।
গত ২৭মার্চ লক্ষ্মীপুরে একটি বেসরকারি হাসপাতালে এক গর্ভবতী মায়ে সিজার করার জন্য যখন কোন ডাক্তার পাওয়া যাচ্ছিলনা তখন হটলাইন নাম্বারে ফোন পেয়ে জেলার সিভিল সার্জন ডা. আবদুল গফফার নিজে সেই হাসপাতালে গিয়ে গর্ভবতী সে মায়ের সফল সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি ছেলে সন্তান জন্মগ্রহণ করান। এতে সুস্থ রয়েছেন নবজাতক শিশু সন্তান ও তার প্রসূতী মা। এ ঘটনায় স্যোসাল মিডিয়ায় সিভিল সার্জনের ব্যাপক প্রশংসা করা হচ্ছে।

সদর হাসপাতালে ঢুকেই দেখা গেলো বেশ পরিস্কার পরিচ্ছন্ন। এ যেন হাসপাতালের যেন এক অচেনা চিত্র। বিভিন্ন সময় হাসপাতালের অভ্যন্তরিন ও বর্হিবিভাগ স্বেচ্ছাসেবী ও প্রশাসনিকভাবে জীবাণুনাশক স্প্রে করে যাচ্ছে। বহির্বিভাগে প্রতিদিন যেখানে থাকে কয়েকশ’ রোগীর দীর্ঘ লাইন। সেখানে কোনো রোগীর লাইন নেই। একদম ফাঁকা। জরুরি বিভাগে থাকা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা দায়িত্ব পালন করছেন। তারা রোগীশূন্য হয়ে বসে আছেন। একশ’ শয্যার এ হাসপাতালের ভর্তি রোগীদের গাইনী, শিশু, মেডিসিন সহ বিভিন্ন ওয়ার্ডের প্রায় বেডগুলো রোগীশূন্য।

আবাসিক মেডিকেল অফিসার ডা: আনোয়ার হোসেন বলেন, করোনাভাইরাসের কারনে মানুষের চলাচল সীমিত রয়েছে। খুব বেশি অসুস্থতা না হলে কেউ হাসপাতালে আসছেন না। তারাই আসছেন যাদের বাড়িতে বসে চিকিৎসা সেবা নেয়া সম্ভব না। ভিড় এড়াতে সাধারণ রোগীদের চিকিৎসার পরামর্শের জন্য আমরা হটলাইন চালু করেছি। হটলাইনে আমরা তাদের টেলিমেডিসিনে মাধ্যমে জরুরি সেবা দিচ্ছি। আমরা সব ধরনের রোগীদের সেবা দিতে পুরোপুরি প্রস্তুত রয়েছি। তবে সাধারণ রোগের জন্য হাসপাতালে এসে ভিড় না করে হটলাইনে সেবা নিতে জোর পরামর্শ দেন ওই স্বাস্থ্য কর্মকর্তা।

লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডা: আবদুল গাফফার বলেন, সরকার সবাইকে ঘরে থাকতে বলেছেন। একান্ত প্রয়োজন ছাড়া কাউকে হাসপাতালে না আসার পরামর্শ দেয়া হয়েছে। এজন্য সদর হাসপাতালে রোগীর সংখ্যা অনেক কমে গেছে। আমরা ১০টি হটলাইন নাম্বার চালু করেছি সেখানে যোগাযোগ করলে রোগীরা সেবা পাবেন।

হটলাইন সেবার নাম্বার গুলো হচ্ছে- লক্ষ্মীপুর লক্ষ্মীপুর সদর হাসপাতাল হটলাইন সার্ভিস নাম্বার হলো: ০১৭৩০৩২৪৭৭৩, ০১৭১২৭৩৯৩৭৮, ০১৭১১৩৩৯৮৫৭, ০১৮২৩৭০৪৫২১, ০১৮২২১২০৬৬৭, ০১৮১৮২৫৬৪৭১।
কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হটলাইন সার্ভিস নাম্বার হলো: ০১৭৩০৩২৪৮৫৬
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হটলাইন সার্ভিস নাম্বার হলো: ০১৭৩০৩২৪৮৫৭
রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হটলাইন সার্ভিস নাম্বার হলো: ০১৭৩০৩২৪৮৫৯
রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হটলাইন সার্ভিস নাম্বার হলো: ০১৭৩০৩২৪৮৫৮
এছাড়া জাতীয়ভাবে দুটি হটলাইন সার্ভিস নাম্বার হলো: ১৬২৬৩, ৩৩৩
সাধারণ রোগের চিকিৎসা পেতে এসব হটলাইন নাম্বারে কল করলে চিকিৎসা সেবা পাওয়া যাবে।



ফেসবুক পেইজ