April 17, 2024, 8:01 am

করোনা উপসর্গ নিয়ে ভোলায় দুই যুবক আইসোলেশনে

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ভোলায় দুই যুবক হাসপাতালে ভর্তি হয়েছে। মঙ্গলবার রাতে সদর হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে তাদের ভর্তি করা হয়।এদের মধ্যে একজনের বাড়ি সদর উপজেলার রাজাপুরে অপরজনের জয়পুরহাটে।
তবে পরীক্ষা-নিরীক্ষার উপযুক্ত ব্যবস্থা না থাকায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটকে (আইইডিসিআর) ব্যবস্থা নিতে হাসপাতালের পক্ষ থেকে জরুরি বার্তা পাঠানো হয়েছে।ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালি জানান, জ্বর, সর্দি ও গলা ব্যথা নিয়ে দুই যুবক চিকিৎসা নিতে এলে তাদেরকে আইসোলেশনে ভর্তি করা হয়েছে। প্রাথমিক ভাবে তাদের করোনা রয়েছে কি না তা বলা যাচ্ছে না। ওই দুই যুবকের নমুনা পরীক্ষা করে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তাদের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে।
এদিকে, জেলায় ৪২৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। যার মধ্যে গত ২৪ ঘন্টায় বেড়েছে আরও ২ জন।তবে, হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হওয়ায় ২৬৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে বলে ভোলার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।



ফেসবুক পেইজ