April 16, 2024, 2:54 pm

রায়পুরে ঘূর্ণিঝড় পূর্ব প্রস্তুতি সভা ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে ঘূর্ণিঝড়ে ক্ষতি মোকাবেলায় পূর্ব প্রস্তুতি সভা ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকাল দশ ঘটিকার সময় রায়পুর উপজেলা প্রশাসনের আয়োজনে এক জরুরী সভায় উপজেলার ১,২,৮ ও ৯নং ইউনিয়ন কে ঘূর্ণিঝড়ে সর্বাধিক ঝুঁকিপূর্ন এলাকা হিসেবে নির্নয় করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা,কৃষি অধিদপ্তর,বন বিভাগ,পশু ও প্রানী সম্পদ,বিদ্যুৎ বিভাগসহ সকল ইউপি চেয়ারম্যানকে সতর্ক অবস্থায় থেকে জরুরী প্রদক্ষেপ গ্রহনে দিক নির্দেশনা প্রদান করা হয়। এসময় উপজেলা জুড়ে ১২ টি মেডিক্যাল টিম গঠণ করা হয় এবং ঝুঁকিপূর্ণ এলাকার জনসাধারণ কে ঘূর্ণিঝড় আশ্রায়ন কেন্দ্রে ঝড়ের পূর্ব মুহুর্তে সরিয়ে আনা,মাইকিং করে সবাইকে সতর্ক করার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান করা হয়। এছাড়া জরুরী প্রয়োজনে একটি কন্ট্রল রুম খোলা হয়েছে, প্রয়োজনের তাগিদে ০১৬৪৭৪৬২৮৬২ অথবা ০১৭২৭৫৬৯২০৮ নাম্বারে যোগাযোগের জন্য উপজেলার সকলকে যোগাযোগ করতে বলা হয়েছে। অপরদিকে করোনা ভাইরাস সংক্রমন মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক ইউনিয়ন পরিষদ,সংবাদ কর্মী ও এতিমখানায় করোনা সুরক্ষা সামগ্রী স্বরুপ হ্যান্ডস্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়েছে । এসময় ইউএনও সাবরীন চৌধুরীর সভাপতিত্তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ্য মামুনুর রশীদ, এসিল্যান্ড আকতার জাহান সাথী,উপজেলার সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী,ইউপি চেয়ারম্যানসহ অন্যান্য গন্যমান্য ব্যাক্তিবর্গ ।



ফেসবুক পেইজ