April 14, 2024, 2:54 pm

রায়পুরে প্রাণীসম্পদ প্রদর্শণী-২০২১ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২১ অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রদর্শণীর আয়োজন করা হয়,এতে উপজেলার বিভিন্ন গরু-ছাগল ও হাঁস মুরগীর খামারিরা অংশ নেয়। প্রদর্শণী কেন্দ্রের ৩০টি স্টলে বিভিন্ন দেশী বিদেশী প্রজাতের গরু,ছাগল,ঘোড়া,হাঁস,মুরগি,কবুতর ছাড়াও দেশীয় গরুর দুধ থেকে তৈরি দই ও গরুর দুধের তৈরি চা’এর স্টল প্রদর্শিত হয়। এসময় সেখানে নির্বাহী অফিসার সাবরীন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ,ভাইস চেয়ারম্যান এড.মারুফ বিন জাকারিয়া,সহকারি কমিশনার (ভূমি) আকতার জাহান সাথী ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আতাউর রহমান,ইকবাল হোসেল এবং মাহাবুবুর রহমান রনিসহ অন্যান্যরা।



ফেসবুক পেইজ