April 16, 2024, 2:55 pm

রায়পুর উপজেলার সীমানা ফলক উন্মোচন

নিজস্ব প্রতিনিধি: নারিকেল,সুপারি,সয়াবিন আর ইলিশখ্যাত লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার নব নির্মিত সীমানা ফলক উন্মোচন করা হয়েছে। শনিবার রায়পুর উপজেলা নির্বাহী অফিসার সাবরীন চৌধুরীর নিজস্ব পরিকল্পনা ও উপজেলা প্রশাসনের আয়োজনে লক্ষ্মীপুর-রায়পুর আ লিক মহা সড়কের উপর এই সীমানা ফলকটি উন্মোচন করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ। রায়পুর উপজেলার ব্র্যান্ডিং সুপারি,নারিকেল,সয়াবিন এবং ইলিশখ্যাত এই উন্মোচিনটিতে দৃষ্টি নন্দন চারু শিল্প অঙ্কনের মধ্যে দিয়ে উপজেলার এই সীমানা ফলকটি রায়পুর উপজেলার শোভা বর্ধনে মাইলফলক বলে উল্লেখ করেন এখানকার বিশিষ্ট জনেরা। জেলা প্রশাসকের ফলক উন্মোচন উদ্বোধন কালে এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাবরীন চৌধুরী, সহকারী কমিশনার (ভ’মি) আকতার জাহান সাথী,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলিপ দে, ৪নং ইউপি চেয়ারম্যান ইউসুফ জালাল কিসমতসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।



ফেসবুক পেইজ