April 20, 2024, 8:52 am

খবর পেলেই অক্সিজেন নিয়ে হাজির রায়পুরে স্বেচ্ছাসেবীরা

নিজস্ব প্রতিনিধি: শুধুমাত্র একটি ফোন কল অথবা কাহারও মাধ্যমে অক্সিজেনের প্রয়োজনীয়তার খবর পাওয়া মাত্রই করোনা রোগীর বাড়িতে অক্সিজেন সিলিন্ডার নিয়ে হাজির হয়ে যাচ্ছে রায়পুর উপজেলার স্বেচ্ছাসেবীরা। গত কয়েকদিন ধরে রায়পুর উপজেলায় করোনা সংক্রমন ও মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায় সোচ্ছার হয়ে উঠেছে এখানকার স্বেচ্ছাসেবীরা। বাড়ি বাড়ি গিয়ে করোনা আক্রান্ত রোগীকে সেবা দিতে রাত দিন তারা ছুটে চলছে অক্সিজেন সিলিন্ডার সাথে নিয়ে। সেচ্ছাসেবীদের আগ্রহ দেখে তাদের সাথে আর্থিক সহায়তা প্রদানে এগিয়ে এসেছে উপজেলা নির্বাহী অফিসার,রায়পুর থানা অফিসার ইনচার্জসহ বিভিন্ন ব্যবসায়ী মহল ও প্রবাসীরা। বর্তমানে উপজেলায় প্রায় শতাধিক স্বেচ্ছাসেবী করোনা রোগীদের জন্য ফ্রি অক্সিজেন সেবা নিয়ে রাতদিন ছুটে চলছে। রায়পুর উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিবারের আহ্বায়ক তুহিন চৌধুরী জানান,বিদ্যমান করোনা পরিস্থিতিতে ৫০ শয্যা বিশিষ্ট রায়পুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্স কানায় কানায় পরিপূর্ণ, কোথায়ও যেন তিল ধারণের ঠাঁই নেই, এমতাবস্থায় সব ধরনের রোগীদেরকে যেন আমরা অক্সিজেন সেবা দিতে পারি সেইজন্যই আমরা এই উদ্যোগ গ্রহন করেছি।



ফেসবুক পেইজ