April 25, 2024, 5:51 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী লেখাপড়া করেই অনেক বড় হতে হবে: ঢাবি উপাচার্য লক্ষ্মীপুরে জেলেদের মাঝে গরু বিতরণ

লক্ষ্মীপুর রায়পুরে সরকারি হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিষ্ফোরন

লক্ষ্মীপুর প্রতিনিধি: করোনা রোগীদের জন্য ৭দিন আগে লক্ষ্মীপুরের রায়পুর সরকারি হাসপাতালকে আবুল খায়ের কোম্পানির কর্মকর্তারা ৮ টি অক্সিজেন সিলিন্ডার উপহার দেন। সেগুলো হাসপাতালের করোনা ইউনিটের নীচ তলায় খোলা স্থানে রাখা ছিলো।
বুধবার (৪ আগষ্ট) রাত সাড়ে ১০টার সময় সেগুলোর মধ্যে ১টি সিলিন্ডারের মুখ খোলার সময় বিষ্ফোরন হয়ে আগুন ধরে যায়। এসময় বাকি ৭ টিতেও গ্যাস অটোমেটিক চলে যায়। এসময় আতংকে করোনা রোগিরা ছুটোছুটি করলে কয়েকজন মেঝেতে পড়ে আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রায়পুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা নজরুল ইসলাম বলেন- কোন রোগী হতাহত হয়নি। যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রন আনা হয়েছে।
রায়পুর সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার বাহারুল আলম বলেন, অল্পের জন্য আল্লাহ রক্ষা করেছেন। কোন রোগী হতাহত হয়নি। ভয়ে দোতলার করোনা ইউনিটের রোগিরা ছুটাছুটি করেছে।
রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, ঘটনার শুনার সাথে সাথে ছুটে গিয়ে সকল রোগিয়ে শান্তনা দেয়া হয়েছে পরিস্থিতি শান্ত রয়েছে।



ফেসবুক পেইজ