April 18, 2024, 1:18 am

রায়পুরে করোনায় ক্ষতিগ্রস্থ উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রীর চেক বিতরণ

নিজস্ব প্রতিনিধি : রায়পুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর যৌথ আয়োজনে করোনা ভাইরাসের (কভিড-১৯) পার্দুভাবে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও মাঝারি পল্লী উদ্যোক্তাদেে মাঝে প্রধানমন্ত্রীর প্রনোদনা প্যাকেজের আওতায় ঋণের চেক বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (১১ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে মোট ১২জন ক্ষতিগ্রস্থদের মাঝে মোট ১৬ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সাবরীন চেীধুরীর সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ (সদর আংশিক) আসনের সংসদ সদস্য এ্যাড.নুর উদ্দিন চৌধুরী নয়ন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ,পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খোকন,লক্ষ্মীপুর বিআরডিবি’র উপ-পরিচালক সাধনা রানী দেবনাথ ও উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান মো. সৈয়দুজ্জামান প্রমুখ।



ফেসবুক পেইজ