March 29, 2024, 6:38 am
ব্রেকিং :

লক্ষ্মীপুর চরমেঘা আশ্রয়ণ কেন্দ্রে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

লক্ষ্মীপুর প্রতিনিধি: ২০২০—২০২১ অর্থবছরে আশ্রয়ণ—২ দ্রারিদ্র বিমোচন ও পুনবার্সন শীর্ষক প্রকল্পের আওতায় লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমণী মোহন ইউনিয়নের চর মেঘা জান্নাতুল মাওয়া আশ্রয়ণ কেন্দ্রে ২৯ আগষ্ঠ (রোববার) বিকেলে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও লক্ষ্মীপুর এসএফএনটিসি, উপকূলীয় বন বিভাগের সহযোগীতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরই আলম, উপকূলীয় বন বিভাগ লক্ষ্মীপুরের সহকারী বন সংরক্ষক মো: ফিরোজ আলম চৌধুরী, (লক্ষ্মীপুর এসএফএনটিসি) ভারপ্রাপ্ত বন কর্মকর্তা চন্দন ভৌমিক, ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়াল প্রমুখ।
পরে অতিথিবৃন্দ একটি ফলজ, একটি বনজ ও একটি ঔষধি গাছের চারা রোপন করে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
লক্ষ্মীপুর এসএফএনটিসি ভারপ্রাপ্ত বন কর্মকর্তা চন্দন ভৌমিক জানান, জান্নাতুল মাওয়া আশ্রয়ণ প্রকল্পে মোট ১৮০০ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হবে।



ফেসবুক পেইজ