September 24, 2023, 4:02 pm

লক্ষ্মীপুরে অতিরিক্ত দামে মাংস বিক্রি ২ ব্যবসায়ীকে জরিমানা

প্রতিনিধি: অতিরিক্ত দামে বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ২ মাংস ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। ০২ মে (সোমবার) লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট অমিত কুমার বিশ^াস এই রায় প্রদান করেন। জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লক্ষ্মীপুর বাজারসহ বিভিন্ন স্থানে মাংস ব্যবসায়ীরা দাম বৃদ্ধি করে বিক্রি করে আসছে।
পরে সাধারণ মানুষের অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত লক্ষ্মীপুর শহরের মাংস ব্যবসায়ী একজন ও সদর উপজেলার হামছাদী ইউনিয়নের এক ব্যবসায়ী কে ৫ হাজার টাকা করে মোট ২ জনকে ১০ হাজার টাকা জরিমানা আদায়।
এ ব্যাপারে নিবার্হী ম্যাজিষ্ট্রেট অমিত কুমার বিশ^াস সাংবাদিকদের জানান, অতিরিক্ত দামে মাংস বিক্রি ও মূল্য প্রদর্শন না করায় ২ মাংস ব্যবসায়ীকে কৃষি বিপনন আইনে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার জরিমানা আদায় করা হয়েছে।



ফেসবুক পেইজ