মো.আজম,রায়পুর (লক্ষ্মীপুর) : উপজেলার পূর্বলাছ এলাকার হালিমা (রাঃ) মহিলা দাখিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণীর ২ ছাত্রিকে ইভটিজিংয়ের অপরাধে আহাদ হোসেন (২৩) এবং জাহিদুল ইসলাম সবুজ (১৯) নামের ২জনকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (২ জুলাই) দুপুরে উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল। জানাযায়,অভিযুক্ত ঐ ২ আসামী উল্লেখিত ঘটনাস্থলে ২টি মেয়েকে উত্যক্ত করছে এমন একটি সংবাদ স্থানীয়দের কাছ থেকে পাওয়া গেলে ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল পুলিশ নিয়ে ঘটনাস্থলে হাজির হয়ে ঐ ২ যুবককে হাতেনাতে আটক করে উভয়কে দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারা মোতাবেক ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ড প্রাপ্ত আসামী জাহিদুল ইসলাম সবুজ দেবীপুর গ্রামের পাটাওয়ারি বাড়ির জাহাঙ্গির আলমের ছেলে এবং আহাদ হোসেন একই গ্রামের সৈয়দ আলী জমাদ্দার বাড়ির মৃত মনির হোসেনের ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *