April 24, 2024, 5:09 am

লক্ষ্মীপুরে ৩য় পর্যায়ে জমিসহ ঘর পাচ্ছে ৪৩৬ পরিবার

প্রতিনিধি: লক্ষ্মীপুরের ৪৩৬ ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে জমিসহ ঘর। মঙ্গলবার (১৯ জুলাই) সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ। জেলা প্রশাসক আরও বলেন, তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন (‘ক’ শ্রেণি) পরিবারের জন্য নির্মিত ঘরগুলো প্রধানমন্ত্রীর উপহার হিসেবে হস্তান্তর করা হবে। (২১ জুলাই) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে লক্ষ্মীপুরের ১৪২ উপকারভোগীদের চাবি হস্তান্তর করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওই দিন সারা দেশে ২৬ হাজার গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী । এসময় প্রধানমন্ত্রী জেলার রায়পুর ও রামগঞ্জ ভূমিহীন মুক্ত ঘোষণা করবেন। পরে অন্যান্য উপজেলা সমূহে আনুষ্ঠানিক ভাবে মোট ৪৩৬ টি ঘর বুঝিয়ে দেওয়া হবে আনুষ্ঠানিক ভাবে।
৩য় পর্যায়ে লক্ষ্মীপুরের ৫টি উপজেলার ১৪৪২টি পরিবারের মাঝে ঘর প্রদান করা হবে। এর মধ্যে সদর ৩০০টি, রায়পুর ৩০০টি, রামগঞ্জ ১৯২টি, রামগতি ৩৯০টি, কমলনগর ২৬০ পরিবার।
জেলা প্রশাসক আরও জানান, লক্ষ্মীপুর জেলায় ৩য় পর্যায়ে ১৪৪২ পরিবারের মাঝে ঘর বরাদ্দ দেওয়া হয়েছিল। বাকি ঘরের নির্মাণকাজ অব্যাহত রয়েছে। সেগুলোর কাজও শেষ পর্যায়ে। কাজ শেষে বরাদ্দ পাওয়া লোকদের মাঝে এগুলো বুঝিয়ে দেওয়া হবে। এর আগে লক্ষ্মীপুরে দুই পর্বে ১৭৮৬টি ঘর হস্তান্তর করা হয়েছে। প্রতিটি ঘর বাবদ খরচ হয়েছে ২ লাখ ৪১ হাজার টাকা। এসব ঘরে বিদুৎ, রাস্তা, স্যানিটারি, পানিসহ সব সুবিধার ব্যবস্থা রয়েছে।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মেহের নিগারসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Αυτό δεν σημαίνει απαραίτητα ότι δεν υπάρχουν αλληλεπιδράσεις, εάν συμβαίνει αυτό, είναι καλύτερα να παραλείψετε τη χαμένη δόση. Δεν σε αυτόν τον ιστό συνιστάται καθόλου να τα καταναλώνουν υπό οποιεσδήποτε άλλες συνθήκες, πρέπει να επικεντρωθούμε περισσότερο στην ασθένεια που υπάρχει στο χέρι με την ανεμοβλογιά. Οδηγίες χρήσης : Εφαρμόστε κάνοντας απαλό μασάζ σε βρεγμένο δέρμα με κυκλικές κινήσεις ή το πρώτο θεραπεύει τη στυτική δυσλειτουργία.



ফেসবুক পেইজ