March 22, 2024, 4:49 am
ব্রেকিং :

লক্ষ্মীপুরে লাইন্সেস না থাকায় ৩ ফার্মেসীকে জরিমানা

প্রতিনিধি: মেয়াদ উর্ত্তীণ ওষুধ বিক্রি, সরকারী ওষুধ রাখা এবং লাইন্সেস না থাকায় লক্ষ্মীপুরে ৩ ফামের্সীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ১২ অক্টোবর (বুধবার) দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার এস এম সিরাজুস সালেহীন এর নেতৃত্ব এই অভিযান পরিচালনা করা হয়। এসময় জেলা ড্রাগ সুপার সুশীল কুমার ঢালী উপস্থিত ছিলেন।
জেলা ড্রাগ সুপার সুশীল কুমার ঢালী সাংবাদিকের জানান, লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা, মেয়াদ উর্ত্তীণ ওষুধ রাখায় এবং সরকারী ওষুধ বিক্রিসহ নানান অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রামগতি সড়কের মিনা ফামের্সী কে ১ হাজার টাকা, রয়েল মেডিকেল হল কে ১ হাজার টাকা এবং রামগতি উপজেলার চরসীতা এলাকার ফেন্ডস ফার্মেসী ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার এস এম সিরাজুস সালেহীন জানান, ওষুধ আইন ১৯৪০ এর ১৮ (গ) এবং ২৭ ধারায় ৩ ফার্মেসীকে মোট ৫ হাজার টাকা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে।



ফেসবুক পেইজ