April 25, 2024, 3:49 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী লেখাপড়া করেই অনেক বড় হতে হবে: ঢাবি উপাচার্য লক্ষ্মীপুরে জেলেদের মাঝে গরু বিতরণ

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে রায়পুরে ৫ জনের কারাদন্ড

মো.আজম : সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকারের দায়ে ৫জনের বিনাশ্রম কারাদন্ড,৪টি বড় ইঞ্জিন চালিত নৌকাসহ ১ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট আনোয়ার হোছাইন আকন্দ এর নির্দেশনাক্রমে মা’ ইলিশ সংরক্ষন অভিযান-২০২২ এর আওতায় মেঘনা নদীর রায়পুর অংশে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অন্জন দাশ । এসময় মেঘনা নদী থেকে ইলিশ শিকারের অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ৫ জন জেলেকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং তাদের ব্যবহৃত ৪টি বড় ইঞ্জিন চালিত নৌকা ও ১ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাসেল ইকবাল,সিনিয়র মৎস কর্মকর্তা এমদাদুল হক,মৎস কর্মকর্তা বেলায়েত হোসেন,মৎস সম্প্রসারন কর্মকর্তা আব্দুল্লাহ মাহমুদসহ হাজীমারা পুলিশ ফাঁড়ির সদস্যগণ।
উল্লেখ্য, আগামী ২৯ অক্টোবর পর্যন্ত নদীতে মা’ ইলিশ সংরক্ষনের নিমিত্তে এই নিষেধাজ্ঞা বলবদ থাকবে।



ফেসবুক পেইজ