March 29, 2024, 3:41 am
ব্রেকিং :

লক্ষ্মীপুরে মুজিববর্ষ ও জাতীয় শিশু দিবস পালিত

প্রতিনিধি,দৈনিক আমাদের লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে নানান আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস।১৭ মার্চ (মঙ্গলবার) সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা কালেক্টর ভবণ প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগ সভাপতি/ সাধারণ সম্পাদক, পৌর মেয়রসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ দলীয় অন্যান্য নেতৃবৃন্দ। পরে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ড. এইচ. এম কামরুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান মো: শাহজাহান, জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এ্যাড: নুর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের প্রমুখ। আলোচনা সভা শেষে ৬০ পাউন্ড ওজনের কেক কাটেন অতিথিবৃন্দ।এছাড়া এ ছাড়া দুপুরে সফল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।



ফেসবুক পেইজ