April 15, 2024, 9:58 pm

রায়পুরে ডাঃ আঃ হাই ফাউন্ডেশনের চেয়ারম্যান এহসানুল কবির জগলুল এর ত্রান সামগ্রী বিতরণ

প্রতিনিধি,দৈনিক আমাদের লক্ষ্মীপুর : মানবতার ডা‌কে লক্ষ্মীপু‌রের রায়পু‌রের মা‌টি ও মানু‌ষের নেতা, ব্যাপক জনন‌ন্দিত ব্য‌ক্তি, জন‌নেত্রী শেখ হা‌সিনার আস্থা ও স্নেহভাজন, বিএমএ ও স্বাচিপ কেন্দ্রীয় নেতা, এসেন‌সিয়াল ড্রাগস্ কোম্পানী এর ব্যবস্থাপনা প‌রিচালক ও ভাষা সৈ‌নিক ডাঃ আঃ হাই ফাউন্ডেশনের চেয়ারম্যান প্র‌ফেসর ডাঃ এহসানুল কবির জগলুল এর ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হ‌য়ে‌ছে।

সুনামধন্য চি‌কিৎসক হওয়ার কার‌নে মরনব্যাধি ক‌রোনার বিষ‌য়ে সরকা‌রের স্বাস্থ্য বিভা‌গের সা‌থে সম্পৃক্ততা ও দে‌শের সর্ববৃহৎ সরকা‌রি ওষুধ কোম্পানীর স‌র্ব্বোচ্চ দা‌য়ি‌ত্বে থাকা ডাঃ জগলুল‌কে এখন সরকা‌রি নি‌র্দেশনায় রাজধানী ঢাকায় অবস্থান কর‌তে হ‌চ্ছে।তারপরও রায়পু‌রের অসহায় মানু‌ষের জন্য তাঁর প্রাণ কাঁদে। সারা‌দেশ‌ে চল‌ছে লকডাউন।

রায়পু‌রের দৈ‌নিক মজুরী‌তে খেঁ‌টে খাওয়া মানুষরা আজ কর্মহীন। অ‌র্থের অভা‌বে তা‌রা এখন মান‌বেতর জীবন-যাপন কর‌ছেন। এসব দুখী মানু‌ষের কিছুটা সহায়তা করার মহৎ উ‌দ্দে‌শ্যে ডাঃ জগলুল একান্ত নিজস্ব অর্থায়‌নে তাঁর লোক‌দের খাদ্যদ্রব্য ও হ্যান্ড স্যানিটাইজার দি‌য়ে ঢাকা থে‌কে পা‌ঠি‌য়ে দি‌য়ে‌ছেন রায়পু‌রে।

আজ শুক্রবার (৩ এ‌প্রিল) সকা‌ল ১১টায় রায়পুর পৌর শহ‌রের উপ‌জেলা প‌রিষদ সড়কস্থ ভাষা সৈ‌নিক ডাঃ আঃ হাই ফাউন্ডেশনের কার্যাল‌য়ে ডাঃ জগলুল এর পক্ষ থে‌কে পাঠা‌নো খাদ্য সমাগ্রী ও হ্যান্ড স্যা‌নিটাইজার সমূহ রায়পুর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাজী ইসমাইল খোকনের মাধ্য‌মে বিতরণ করা হয়। এসময় উপ‌স্থিত ছি‌লেন, রিপন প‌ন্ডিত, শামীম আ‌জিজ সহ অ‌নে‌কে।
মেয়র প্রথ‌মে রায়পুর প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম মিন্টু ও সাধারণ সম্পাদক আ‌নোয়ার হো‌সেন ঢালীর হাতে সাংবা‌দিক‌দের জন্য হ্যান্ড স্যা‌নিটাইজার তু‌লে দেন। এরপর রায়পুর উপজেলা আ’লীগের সকল অঙ্গ সংগঠন সমূ‌হের নেতৃবৃন্দের হাতে হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন মেয়র।
এরপর প্রথম পর্যায়ে আজ শুক্রবার রায়পুরের ২’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ৪’শ জনকে ১পাউন্ড প‌রিমা‌ণের উন্নতমা‌নের হ্যান্ড স্যা‌নিটাইজার বিলি করা হ‌য়ে‌ছে। খাদ্য সামগ্রীর ম‌ধ্যে র‌য়ে‌ছে- ৫কে‌জি চাল, ২কে‌জি আলু, ১কে‌জি ডাল ও ১লিটার সয়া‌বিন তেল।
পর্যায়ক্রমে এ কার্যক্রম চলমান থাক‌বে ব‌লে ডাঃ জগলু‌লের প‌ক্ষে সাংবা‌দিক‌দের জানান, রিপন প‌ন্ডিত ও শামীম আ‌জিজ।



ফেসবুক পেইজ