April 25, 2024, 12:43 am

চতুর্দিকে করোনা সংক্রমনের ভয়,তবুও ১৪ তম দিনে এমপির খাদ্য সহায়তা বহাল রেখেছেন বায়েজীদ ভূঁইয়া

সারা বিশ্বে মহামারি করোনা বিস্তার লাভ করেছে।এর ফলে জনজীবন হয়ে পড়েছে বিপন্ন।বিশ্বজুড়ে করোনা ভাইরাস এ আজ ১১ এপ্রিল পর্যন্ত মৃত্যুর সংখ্যা প্রায় ১ লক্ষ ছাড়িয়ে গেছে।

আমাদের বাংলাদেশেও করোনা ভাইরাস (কোভিড-১৯) বিস্তার লাভ করেছে।যার ফলে এর বিস্তার রোধে সারা বাংলাদেশ লকডাউন করে দেওয়া হয়েছে। আর এই লকডাউনে কাজকর্ম বন্ধ হয়ে যাওয়া অসহায়,দরিদ্র দিনমজুরেরা খাদ্য সংকটের মুখে পড়েছে আর বিপাকে পড়েছে মধ্যবিত্ত পরিবারগুলো।এর মধ্যে সরকার উদ্যোগ নিয়েছে প্রতিটি অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার।

সরকারের নির্দেশ অনুযায়ী , ‘‘লক্ষ্মীপুর সদর-৩ আসনের সংসদ সদস্য এ.কে.এম শাহজাহান কামাল (এমপি) এর পক্ষ থেকে তাঁর আসনের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড গুলোতে একটানা ১৪তম দিনেও খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন তাঁর ব্যক্তিগত সহকারী মো: বায়েজীদ ভূঁইয়া’’করোনার ভয় উপেক্ষা করে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী সহায়তা প্রদানে রাতদিন শহরের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছুটে চলছেন বায়েজীদ ভূঁইয়া। ওয়ার্ড থেকে ইউনিয়ন সহ প্রত্যেক বড়ি বাড়ি গিয়ে হট লাইনে কল পেলে ত্রাণ নিয়ে হাজির হন অসহায় দিমজুর, বিধবা, প্রতিবন্ধি,  রিক্সা চালক কর্মহীননুষের ঘরে-ঘরে।চতুর্দিকে কোভিড-১৯ সংক্রমনের ভয়  তবুও থেমে নেই তাঁর মানবিক কাজ ।হটলাইনে কল পেলেই ছুটে চলে যান খাদ্য সহায়তা নিয়ে।

গরিব দুস্থের হাতে খাদ্য তুলে দিচ্ছেন বায়েজীদ ভূঁইয়া

 

আজ শনিবার ১১ এপ্রিল ১৪ তম দিনেও সকাল থেকে সদর আসনের বিভিন্ন এলাকা ও ইউনিয়নে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সাবেক বিমান ও পর্যটনমন্ত্রী শাহজাহান কামাল এমপির ব্যক্তিগত উদ্যোগে এবং সরকারি বরাদ্ধ থেকে কর্মহীন মানুষদের মাঝে চাল, ডাল নিত্য প্রয়োজনীয় খাবার বিতরণ করেন এমপির ব্যক্তিগত সহকারী  মোঃ বায়েজীদ ভূঁইয়া।

এছাড়াও হটলাইন নাম্বারে কল আসার পর সাথে সাথেই খাদ্য পৌঁছে দেওয়া হয় যথাযথ স্থানে।আবার যারা লোকলজ্জায় এ সহায়তা নিতে পারেননা,বায়েজীদ ভূঁইয়া রাতের আঁধারে তাদের বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিয়ে আসছেন।

লোকমুখে শোনা যায় ,অনেকে আবার বলেন এই দূর্ভোগের সময়ে  মানবিকতার এমন মহান দৃষ্টান্ত শুধুমাত্র বায়েজীদ ভূঁইয়ার পক্ষেই সম্ভব। আর এমপির এই খাদ্য সহায়তা অব্যাহত রাখার ফলে প্রশংসায় ভাসছেন বায়েজীদ ভূঁইয়া।

বায়েজিদ ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সদর আসনের এমপির পক্ষ থেকে আমরা প্রতিটি কর্মহীন-গৃহবন্দীদের বাড়ি-বাড়ি গিয়ে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়ে আসছি। আমারা চাই আপনারা সবাই সুস্থ সমৃদ্ধ জীবনযাপন করুন, লক্ষ্মীপুরের কেউ যেন না খেয়ে থাকে।



ফেসবুক পেইজ