April 19, 2024, 3:24 pm

কৃষকের বোরো ধান ঘরে তুলবে লক্ষ্মীপুরের ছাত্রলীগ

বিশ্ব মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) বাংলাদেশে ছড়িয়ে পড়ার পর সারাদেশে সকলে আতঙ্কিত হয়ে পড়েছে।এই মহামারির কবল থেকে বাঁচতে সকলে কর্মবিরতি দিয়ে সচেতনতা অবলম্বন করছে।আর করোনা মহামারির কারনে দেখা দিয়েছে শ্রমিক ও মজুর সংকট। করোনা মহামারির কারনে দেখা দেওয়া শ্রমিক সংকটে চলতি বোরো মৌসুমে বিপাকে পড়েছেন ধান চাষীরা। । তাই কেন্দ্রীয় ছাত্রলীগের সিদ্ধান্ত মোতাবেক কৃষকদের পাশে গিয়ে দাঁড়াবে লক্ষ্মীপুরের ছাত্রলীগ। লক্ষ্মীপুর জেলার উপজেলা, থানা ও পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়ন ভিত্তিক নেতাকর্মীরা কৃষকদের জমিতে থাকা ধান কেটে দিবে,ধান তুলে দেবে কৃষকদের ঘরে।

এমন সিদ্ধান্তের কথা জানিয়ে রবিবার (১৯ এপ্রিল) ছাত্রলীগের স্ব-স্ব ইউনিটের নেতাকর্মীদের এগিয়ে আসতে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ।

লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহাদাত হোসেন শরীফ ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ লক্ষ্মীপুর জেলা শাখার এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক দেশে ভয়ংকর করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ক্রান্তিকাল সৃষ্টি করেছে। লক্ষ্মীপুরে এই ভাইরাস মোকাবেলা ও সচেতনতায় রাষ্ট্রীয় সিদ্ধান্তে কর্মহীন এবং মানবেতর জীবনযাপন করা মানুষের পাশে অতীতের মতো থাকবে ছাত্রলীগ।
এছাড়া, করোনায় শ্রমিক সংকটের কারণে জেলায় কৃষকদের আবাদকৃত বিপুল পরিমাণ বোরো ধান ঘরে তোলা নিয়ে বিপাকে পড়েছেন চাষীরা। সঠিক সময়ে ধান তুলতে না পারলে দেশে খাদ্য সংকট দেখা দিতে পারে।
এমতাবস্থায় কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের আওতাধীন সকল উপজেলা, থানা ও পৌর শাখাকে স্বেচ্ছাসেবক টিম গঠন করে স্থানীয় আওয়ামীলীগ ও প্রশাসনের সাথে সমন্বয় করে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায়, খেটে খাওয়া ও কর্মহীন মানুষদের বাড়িতে গিয়ে ত্রাণ সহায়তা পৌঁছে দিবে। সেই সাথে বোরো ধান চাষকৃত কৃষকদের মাঠে থাকা ধান কাটাসহ অন্যান্য খাদ্যশস্য তাদের ঘরে তুলে দিতে সহযোগীতা করবে।’
লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহাদাত হোসেন শরীফ জানান, দেশের বিভিন্ন ক্রান্তিকালে বাংলাদেশ ছাত্রলীগ ঝাঁপিয়ে পড়েছে। বর্তমানে করোনা মহামারিতেও প্রশাসনের সাথে সমন্বয় করে সাধারণ জনগণের পাশে আছে ছাত্রলীগ। এরই মধ্যে জেলা ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা স্ব-স্ব উদ্যোগে কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে। এবার কৃষকের পাশে থাকবে ছাত্রলীগ,যা বিগত সময়েও লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের বর্তমান ইউনিট ছিলো।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সিদ্ধান্ত মোতাবেক এখন আমরা কৃষকদের পাশে দাঁড়াবো। জেলার সকল ইউনিটের নেতাকর্মীদের ২০ সদস্য বিশিষ্ট স্বেচ্ছাসেবকের তালিকা তৈরীর বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।



ফেসবুক পেইজ