March 23, 2024, 11:23 am
ব্রেকিং :

কমলনগরে ৮ জেলের কারাদণ্ড

প্রতিনিধি,কমলনগর,দৈনিক আমাদের লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকারের দায়ে ৮ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে।বুধবার দুপুরে ও মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোবারক হোসেন তাদের এ সাজা দেন।দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার চরকালকিনি এলাকার বাসিন্দা মো. বাবুল (৩৩), মো. নিজাম (১৯), আওলাদ হোসেন (১৮) ও মো. শরিফ (১৮) এবং লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন এলাকার বাসিন্দা সফিক মোল্লা (২৬), আমজাদ হোসেন (১৯), মো. শিপন (২০) ও শরীফ হোসেন (২৬)।এদের মধ্যে মঙ্গলবার রাতে বাবুল, নিজাম, আওলাদ ও শরিফকে ১৫ দিন করে এবং বুধবার দুপুরে সফিক, আমজাদ, শিপন ও শরীফকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়।উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল কুদ্দুস জানান, ইলিশের জাটকা সংরক্ষণের লক্ষ্যে সরকার মেঘনা নদীতে মার্চ-এপ্রিল দু’মাস মাছ শিকার নিষিদ্ধ ঘোষণা করেছে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের সময় কোস্টগার্ড ও মৎস্য বিভাগ অভিযান চালিয়ে বুধবার সকালে মতিরহাট এলাকা থেকে চার জেলেকে আটক করে। দুপুরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে তাদেরকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়।এর আগে একই অপরাধে মঙ্গলবার রাতে চরকালকিনি এলাকার অদূরে মেঘনা নদী থেকে চার জেলেকে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক প্রত্যেকের ১৫ দিন করে কারাদণ্ড দেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোবারক হোসেন জানান, মৎস্য সম্পদ সংরক্ষণ আইনে জেলেদের এ সাজা দেওয়া হয়েছে।



ফেসবুক পেইজ