April 19, 2024, 3:24 pm

বায়েজীদ ভূঁইয়ার নেতৃত্বে ২১তম দিনেও এমপির খাদ্য সহায়তা অব্যাহত

মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে লকডাউনে ঘরবন্দি মানুষ।লক্ষ্মীপুরে লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায়,দরিদ্র ও দিনমজুরদের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছেন বীরমুক্তিযোদ্ধা  এমপি আলহাজ্ব একে এম শাহজাহান কামাল।

আজ ২৯ এপ্রিল বুধবার ২১ তম দিনে এমপির পক্ষ হতে অসহায়দের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন এমপির এপিএস মো: বায়েজীদ ভূঁইয়া।পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ,উত্তর জয়পুর সহ বিভিন্ন ইউনিয়নে এসকল খাদ্য সহায়তা প্রদান করেন তিনি।জীবনের ঝুঁকি নিয়ে নিজের কাঁধে বয়ে অসহায়দের মাঝে বাড়ি বাড়ি গিয়ে এসকল খাদ্য সহায়তা পৌঁছে দেন বায়েজীদ ভূঁইয়া।

লকডাউনে পড়ে থাকা অসহায় এসকল মানুষের পাশে এক মাসের বেশি সময় ধরে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছেন বায়েজীদ ভূঁইয়া।জীবনের ঝুঁকি নিয়ে গত প্রায় এক মাস থেকেই করোনা প্রতিরোধে লক্ষ্মীপুর সদর উপজেলার জনগণ কে সচেতন করার জন্য বিভিন্ন এলাকায় প্রায় ১০ হাজার মানুষের মাঝে মাক্স, হ্যান্ডওয়াশ, হ্যান্ডগ্লাভস, চিকিৎসক, পুলিশ, সাংবাদিকদের জন্য ব্যাক্তিগত সুরক্ষা পোশাক বিতরন সচেতনতামূলক প্রচারপত্র বিলি অব্যাহত রেখেছে। আজ পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১৭ হাজার মানুষের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে

পাশাপাশি অসহায়  দুস্থদের জন্য হটলাইন চালু করা হয়েছে। ফোন পেলেই সাধারণ মানুষের ঘরে পোঁছে দেওয়া হচ্ছে খাবার।

বায়েজীদ ভূঁইয়া বলেন, এ পর্যন্ত এমপির পক্ষ থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১৭ হাজার মানুষের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এমপি বলেছেন কেউ যেন অভুক্ত না খাকে।যা চলমান রয়েছে এবং অব্যাহত থাকবে।



ফেসবুক পেইজ