April 25, 2024, 3:41 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী লেখাপড়া করেই অনেক বড় হতে হবে: ঢাবি উপাচার্য লক্ষ্মীপুরে জেলেদের মাঝে গরু বিতরণ

লক্ষ্মীপুরে পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টিকর খাবার বিতরণ

লক্ষ্মীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সামাজিক সুরক্ষা মেনে বিভিন্ন ব্যাক্তি ও এতিমখানা সমূহে পুষ্টিকর খাবার বিতরনী অনুষ্ঠান ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: নিজাম উদ্দিন, মেডিকেল অফিসার ডা: রিয়াজ মাহমুদ, নাসির আহমেদ, হুমায়ন কবির, শাহাব উদ্দিন প্রমুখ।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: নিজাম উদ্দিন উপস্থিত সাংবাদিকদের বলেন, (২৩-২৯ এপ্রিল) জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হচ্ছে। ইতিমধ্যে সপ্তাহ উপলক্ষে লিপলেট পোষ্টার, পুষ্টি বার্তা প্রচার, বিভিন্ন উপকরণ যেমন মাক্স ও সাবান বিতরন করা হয়েছে।

সেই উপলক্ষে উপজেলার ৮০ জনের মাঝে পুষ্টিকর খাবার বিতরন করা হয়েছে। পুষ্টি সপ্তাহ উপলক্ষে অন্যান্য কর্মসূচি পালন করা হচ্ছে। এ ছাড়া তিনি আরও বলেন, চলমান করোনা ভাইরাস প্রতিরোধে শিশুদের খাবার ও পুষ্টি বার্তা অবশ্যই প্রয়োজন।

তাছাড়া করোনা প্রতিরোধে সব লোকদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে স্বাস্থ্য সম্মত ও পুষ্টিকর খাবার খাওয়ার আহবান জানান।



ফেসবুক পেইজ