April 19, 2024, 12:42 pm

রাতের আঁধারে এমপির খাদ্য সহায়তা নিয়ে অসহায়দের ঘরে ঘরে বায়েজীদ ভূঁইয়া

মহামারি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সকলে ঘরবন্দি হয়ে পড়ায় দরিদ্র পরিবারের পাশাপাশি অনেক মধ্যবিত্ত পরিবারে দেখা দিয়েছে খাদ্যের সংকট। তাদের অনেকেই লোকলজ্জায়  খাদ্য সহায়তা চাইতে পারছেন না। এমন মানুষদের ঘরে ঘরে রাতের আঁধারে খাবার প্রদান করছেন সাবেক বিমানমন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সাংসদ একেএম শাহজাহান কামাল।

আজ ১ মে শুক্রবার রাত ৮টার দিকে এমপি’র পক্ষে ঘরে ঘরে চাল ও নগদ অর্থ পৌঁছে দিয়েছেন এমপির ব্যক্তিগত সহকারি মোঃ বায়েজীদ ভূঁইয়া। এতে স্বস্তি  ফিরে পেয়েছেন  লক্ষ্মীপুর সদর আসনের অর্ধশতাধিক মধ্যবিত্ত পরিবার।

এমপি শাহজাহান কামাল বলেন, কাজ এবং ঘরে খাবার না থাকায় খুবই অসহায় হয়ে পড়েছে আমার নির্বাচনী এলাকার গরিব দুঃখি মানুষ। তাই প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আমার নির্বাচনী এলাকায় নিজের সাধ্যমত সকল গরিব দুঃখিদের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি। করোনা পরিস্থিতি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই খাদ্য সহায়তা তালিকাভুক্ত সকল পরিবারের জন্য অব্যাহত থাকবে। এজন্য মাঠে সার্বক্ষণিক কাজ করছে আমার ব্যক্তিগত সহকারি মোঃ বায়েজীদ ভূঁইয়া। এ পর্যন্ত গত ২৩ দিনে সদর আসনে প্রায় সাড়ে ১৭ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে বলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক এ মন্ত্রী।



ফেসবুক পেইজ