March 23, 2024, 1:38 pm
ব্রেকিং :

লক্ষ্মীপুরে বেশী দামে পন্য বিক্রি করায় ৮ টি প্রতিষ্ঠানে জরিমানা আদায়

প্রতিনিধি,দৈনিক আমাদের লক্ষ্মীপুর: দেশে করোনা সংক্রমণ খবর ছড়িয়ে পড়ার পর হঠাৎ করে লক্ষ্মীপুর বাজারসহ বিভিন্ন স্থানে নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৮ টি প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় করে। কোন যুক্তিক কারণ ছাড়াই পন্যের মূল্য বৃদ্ধি করায় তাদের অভিযুক্ত করা হয়।
উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, চাউল, সয়াবিন তেলসহ নিত্য প্রয়োজনীয় পন্যের অধিক মূল্যে বিক্রি করায় ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল লক্ষ্মীপুর বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে মোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করে সর্তক করে দেওয়া হয়। ভবিষ্যতে এ ধরনের অপরাধ পুনরায় করলে তাদের কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল বলেন, ৮ টি প্রতিষ্ঠান কে ভোক্তা অধিকার আইনে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করে সংশ্লিষ্ট সকলকে পন্য সহনীয় পর্যায়ে রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়।



ফেসবুক পেইজ