April 22, 2024, 9:27 am

দৈনিক আমারদের লক্ষ্মীপুর পত্রিকার সম্পাদক বায়েজীদ ভূঁইয়া করোনামুক্ত

প্রতিনিধি,দৈনিক আমাদের লক্ষ্মীপুর:দৈনিক আমাদের লক্ষ্মীপুর পত্রিকার সম্পাদক ও সাবেক বিমান মন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো: বায়েজীদ ভূঁইয়ার করোনাভাইরাস পরীক্ষায় আজ ২৮মে বৃহস্পিতিবার দ্বিতীয়দফায় করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

করোনাভাইরাস প্রতিরোধে দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে সাবেক বিমান মন্ত্রী ও লক্ষ্মীপুর সদর আসনের এমপি আলহাজ্ব একেএম শাহজাহান কামালের দেওয়া খাদ্য সহায়তা সাধারণ জনগণের মাঝে পৌঁছে দেন বায়েজীদ ভূঁইয়া।রাতদিন উপেক্ষা করে জেলার প্রতিটি জায়গায় গিয়ে সকলের বাড়ি বাড়ি খাদ্য সহায়তা পৌঁছে দিতে গিয়ে একসময় করোনাভাইরাসের কবলে তাঁকে পড়তে হয়।তিনি অসুস্থতা বোধ করায়,নিজেই করোনাভাইরাস পরীক্ষা করান।

করোনাভইরাস পরীক্ষার পর ১০ মে তাঁর করোনাভইরাস রিপোর্ট পজিটিভ আসে।তারপর থেকে তিনি নিজ বাড়িতে আলাদা একটি কক্ষে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যান।কিছুদিন অতিবাহিত হবার পর তাঁর প্রথম রিপোর্ট নেগেটিভ আসে।সর্বশেষ আজ ২৮ মে তাঁর ২য় রিপোর্টও নেগেটিভ আসে।আর এতে এখন তাঁকে পুরোপুরি সুস্থ বলে গণ্য করা হচ্ছে।

“ বায়েজীদ ভূঁইয়া ” দৈনিক আমাদের লক্ষ্মীপুরকে বলেন,
  আলহামদুলিল্লাহ,,
মহান রাব্বুল আলামীনের অশেষ রহমতে আমার করোনা রিপোর্ট ২য় বারের মতো নেগেটিভ এসেছে। তবে আমি বিশ্বাস করি রমজান মাসে পবিত্র কোরআন খতমের উছিলায় আল্লাহ আমাকে সুস্থতা দান করেছেন। আমি করোনা পজিটিভ হওয়ার দুদিন আগেও আমার নিজ বাড়ীর মসজিদে এলাকাবাসী, নিজ পরিবারের সদস্য সহ সকলের জন্য আল্লাহর দরবারে পবিত্র কোরআন খতম করে দোয়া করেছি। আমি যখন করোনা পজিটিভ হয়ে আইসুলেশনে ছিলাম তখনও পবিত্র কোরআন খতম করি, আমি নিজে সকলের দোয়ায় ও ভালোবাসায় আল্লাহর রহমতে এখন সুস্থ হয়েছি। আমার জন্য অনেকেই মসজিদে দোয়া, নামাজ এবং কোরআন খতম করেছেন,
আমার এই ক্লান্তিলগ্নে যারা খোঁজ খবর নিয়েছেন, মনোবল দিয়েছেন সকলের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আল্লাহ সকলকে সুস্থ রাখুন। নিরাপদ দুরত্ব মেনে চলুন।



ফেসবুক পেইজ