April 19, 2024, 7:27 pm

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে এমপি শাহজাহান কামালের শোক

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের অন্যতম সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী ও লক্ষ্মীপুর সদর-৩ আসনের সাংসদ একেএম  শাহজাহান কামাল। তিনি বলেছেন, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এক বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের অধিকারী ছিলেন। আজীবন দেশ ও মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। তাঁর মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

 

আজ সকাল পৌনে ১১টায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান রাজনীতিক, সাবেক স্বাস্থ্য ও স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শোকবার্তায় সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী শাহজাহান কামাল বলেন  বলেন, ‘জনসেবা, দেশ ও সমাজের উন্নয়নে তাঁর অবদান জাতি চিরজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’

এসময় তিনি প্রয়াত মন্ত্রীর শোকাহত পরিবারের সদস্যদের প্রতিও গভীর সমবেদনা জানান।

জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য। এছাড়া বর্তমান সরকারের খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্র।

তিনি ১৯৯৬-২০০১ সালে আওয়ামী লীগের সরকারের আমলে স্বরাষ্ট্র, গৃহায়ণ ও গণপূর্ত ও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের নির্বাচনে জয়ী হওয়ার পর তাকে স্বাস্থ্যমন্ত্রী করা হয়।তিনি স্ত্রী ও তিন সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।



ফেসবুক পেইজ