March 22, 2024, 4:04 am
ব্রেকিং :

লক্ষ্মীপুরে মোট করোনা আক্রান্ত ৫৬৪, সুস্থ ২৬১, মৃত: ১২ জন

লক্ষ্মীপুর প্রতিনিধি: গত ২৪ ঘন্টায় লক্ষ্মীপুর জেলার কমলনগরে নতুন করে ১১ জন এবং রায়পুরে ৪ জন করোনা সনাক্ত হয়েছে এ নিয়ে মোট জেলায় আক্রান্তের সংখ্যা ৫৬৪, এ পর্যন্ত সুস্থ হয়েছে ২৬১ জন এবং ১২ জন মারা যায়।

২০ জুন (শনিবার) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, আক্রান্তের দিক দিয়ে সদর উপজেলায় ২৭০,রামগঞ্জে ৯৯, কমলনগর ৮৮, রায়পুর উপজেলায় ৬৪ জন।

এ ছাড়া জেলায় এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে ১৯ জুন পর্যন্ত ৫৪ জন মারা যায়। এর মধ্যে ১১ জনের মৃত্যুর পর করোনা সংক্রমণ পাওয়া যায় এবং আক্রান্ত ১ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ফলে মৃতের সংখ্যা জেলায় মোট ১২ জন।

জেলায় আক্রান্ত বেড়ে যাওয়ার বিষয়ে জেলা সিভিল সার্জন ডা: আবদুল গফফার বলেন, সামাজিক দৃরত্ব ও স্বাস্থ্য বিধি না মেনে জনসাধারণ অবাধে চলাচলের কারণে করোনা সংক্রমনের হার বাড়ছে। সকলকে সচেতন হওয়ার জন্য অনুরোধ জানান তিনি।

অপর দিকে ইতিমধ্যে জেলায় অধিক ঝুঁকিপূর্ন এলাকা চিহ্নিত করে লগডাউন ঘোষণা করে প্রশাসন। তবে তা ঢিলে ঢালা ভাবে চলছে বলে জানা গেছে।



ফেসবুক পেইজ