April 16, 2024, 6:46 am

করোনা শুধু বাংলাদেশে না, বিশ্বব্যাপী সমস্যা: প্রধানমন্ত্রী

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলতে দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘জীবন স্থবির থাকতে পারে না। জীবন চলতে থাকবে।’ রবিবার (২১ জুন) গণভবনে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকের শুরুতে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের কারণে এরই মধ্যে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্যসহ অনেককে হারিয়েছি। দেশবাসীর কাছে বলবো, আসুন সবাই মিলে দোয়া করি, আল্লাহ যেন এই করোনাভাইরাস থেকে মুক্তি দেন। এটি শুধু বাংলাদেশের না, বিশ্বব্যাপী সমস্যা। মানুষ যেন করোনাভাইরাস থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সেটিই আমরা চাই।’

প্রধানমন্ত্রী বৈঠকে অংশগ্রহণকারী মন্ত্রী ও কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘করোনাভাইরাসের কারণে আমাদের উন্নয়ন কিছুটা ব্যাহত হচ্ছে। কিন্তু তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি, ধারাবাহিকতা বজায় রেখে যতটুক সম্ভব উন্নয়নের গতিটা ধরে রাখতে।’

শেখ হাসিনা বলেন, ‘দেশবাসীর প্রতি অনুরোধ, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন।’

বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন।



ফেসবুক পেইজ