April 16, 2024, 5:42 am

রামগঞ্জে আলোচিত ভয়ংকর পরি গ্রেফতার

রামগঞ্জ প্রতিনিধি:

বিভিন্ন অনলাইন ও পত্রিকায় নিউজ প্রকাশের পর লক্ষ্মীপুরের রামগঞ্জে আলোচিই সেই ভয়ংকর ও প্রতারক পরীকে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে প্রতারনার দায়ে মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ । তার প্রতারনা শিকার চন্ডিপুর গ্রামের শিরিন আক্তারকে বাদি করে মামলা রুজু করে আদালতে পাঠালে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠায়। এদিকে তার গ্রেফতারে উপজেলাবাসীদের মধ্যে স¦স্তি ফিরে এসেছে।

সুত্রে জানায়, রামগঞ্জ পৌরসভার নন্দনপুর গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী ফাতেমা বেগম সুন্দর চেহারার অধিকারী হওয়ায় কখনো উপজেলা নির্বাহী কর্মকর্তা,কখনো মহিলা বিষয়ক কর্মকর্তা আবার কখনো সমাজসেবা কর্মকর্তা সেজে সুন্দর মুখের চাহনী দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে কখনো পুরুষ, কখনো গ্রামের অবলা দরিদ্র অসহায় নারী ও কিশোরীদের ফাঁদে ফেলে নিজের ইচ্ছা মাফিক অর্থ আদায় করে। নিজেকে কখনো জ্বিনের বাদশা, কখনো পরী, কখনো তানিশা, কখনো তাসফিয়া নাম দিয়ে প্রতারনার ফাঁদ তৈরী করতো। তার হাত থেকে রক্ষা পায়নি রাজনীতি দলের প্রতাবশালী নেতা কিংবা ব্যাংক কর্মকর্তা। এনিয়ে গত ২৭ জুন বিভিন্ন অনলাইন এবং জাতীয় প্রিন্ট মিডিয়াতে সংবাদ প্রকাশিত হলে প্রশাসন আমলে নেয়। মঙ্গলবার পরী উপজেলা পরিষদ এলাকাতে প্রবেশ করলে ইউএনও মুনতাসির জাহান সুকৌশলে তাকে পুলিশে সোর্পদ করে।

এব্যাপারে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান জানান, পরী আমার নাম এবং ছবি ব্যবহার করে অনেকের সাথে প্রতারনা করেছে। এবিষয়ে ভ’ক্তভোগী শিরীন আক্তার পরীর হাতে প্রতারনার শিকার একাদিক নারীর পক্ষে বাদী হয়ে আমার বরাবর একটি অভিযোগ দায়ের করলে ঘটনা তদন্ত পূর্বর সত্যতা পাওয়ায় পরী বেগমকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

 

মোঃ তৌহিদুল ইসলাম কবির, রামগঞ্জ, লক্ষ্মীপুর



ফেসবুক পেইজ