March 22, 2024, 1:13 am
ব্রেকিং :

রামগঞ্জে সৎ ছেলেদের হাতে পাশবিক নির্যাতনের শিকার বিধবা

রামগঞ্জ প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগঞ্জে সৎ ছেলেরদের হাতে বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে প্রানের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন জাহানারা বেগম (৬০) নামের এক বিধবা নারী।
বিধবা ওই নারীকে স্থানীয় বখাটেরদের দিয়ে ভিবিন্ন হুমকি ধমকিসহ কয়েকবার হত্যারও চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে সৎ ছেলে সিরাজ আহম্মেদে, মোঃ দুলাল ও মোঃ মনার বিরুদ্ধে।
সূত্রে জানা যায়, রামগঞ্জ উপজেলার ৪নং ইছাপুর ইউপির দক্ষিণ নারায়নপুর গ্রামের বেচা গাজী বাড়ির মরহুম সুলতান মিয়া তার ২য় স্ত্রী জাহানারা বেগমকে ওয়ারিশ প্রাপ্ত অংশ হইতে ১৯৯৮ সনে ১১৫১/১১৫০ নং দলিল মূলে যথাক্রম ২৭ শতাংশ ভূমি দান করে।
কিন্তু স্বামীর দানকৃত সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টা এবং বিধবা জাহানারা বেগমকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে শারীরিক নির্যাতনসহ মানসিক নির্যাতন চালিয়ে আসছে মরহুম সুলতান মিয়ার প্রথম ঘরের ছেলে মোঃ সিরাজ আহম্মেদ, মোঃ দুলাল ও মোঃ মনা।
সহযোগী কাসিম, রুবেল, আবুল হাসিম,জহিরসহ স্থানীয় বখাটেদের দিয়ে মারধর, বিভিন্ন হুমকি ধমকিসহ কয়েকবার হত্যা চেষ্টাসহ স্বামীর বসতঘর থেকে পর্যন্ত উচ্ছেদের চেষ্টা চালিয়ে আসছে সিরাজ, দুলাল ও মনা। এতে থানায় অভিযোগ করেও কোন সমাধান পাননি জাহানারা বেগম।

সর্বশেষ গত ০৫ জুন পিটিয়ে আহত এবং রক্তাক্ত করে হত্যার চেষ্টা চালায়। এতে নিরুপায় হয়ে কোর্টে মামলা দায়ের করেন তিনি এবং প্রানের ভয়ে এখনো পালিয়ে বেড়াচ্ছেন।

এবিষয়ে কান্নাজড়িত কন্ঠে বিধবা জাহানারা বেগম বলেন, আমার স্বামী আমাকে তার ওয়ারিশ প্রাপ্ত অংশ হইতে ২৭ শতাংশ জমি রেজিস্ট্রি করে দেয়। কিন্তু আমার সৎ ছেলেরা সম্পত্তিগুলো আমাকে খেতে দিচ্ছেনা। এমনকি আমার স্বামীর বসতভিটা থেকেও উচ্ছেদের পায়তারা করছে। তারা আমাকে কয়েকবার মারধর করে রক্তাক্ত করেছে। এমনকি এলাকার কয়েকজন বখাটে সন্ত্রাসীদের দিয়ে হত্যারও চেষ্টা চালিয়েছি। থানায় অভিযোগ করে কোন সমাধা পাইনি। এমতাবস্থায় আমি নিরুপায় হয়ে কোর্টে মামলা করেছি এবং প্রানের ভয়ে এখনো পালিয়ে বেড়াচ্ছি।

এবিষয়ে জাহানারা বেগমের সৎ ছেলে সিরাজ জানান, আমার বাবা তাকে জায়গা দিয়েছে সত্য। আমার বাবার নামে কোন যায়গা নেই। তিনি সকল যায়গা বিক্রি করে দিয়েছেন। যায়গা না থাকলে আমার সৎ মা পাবে কোথা থেকে।
এ বিষয়ে লক্ষ্মীপুর জজ কোর্টের অ্যাডভোকেট মোঃ খোরশেদ আলম জানান, বিধবা জাহানারা বেগমের দলিল এবং কাগজপত্র সবই সঠিক থাকার পরও সৎ ছেলেরা সম্পূর্ণ বেআইনিভাবে জাহানার বেগমকে কয়েকবার আঘাতসহ বসতভিটা থেকে উচ্ছেদের পায়তারা করে। বর্তমানে ভার্চুয়াল আদালতের কারনে পূর্নাঙ্গভাবে আদালতের মাধ্যমে প্রতিকার পাওয়া যাচ্ছেনা।

 

মোঃ তৌহিদুল ইসলাম কবির, রামগঞ্জ, লক্ষ্মীপুর



ফেসবুক পেইজ