April 19, 2024, 11:53 am

লক্ষ্মীপুরে ২৪ ঘন্টায় নতুন করে ২৪ জন করোনা আক্রান্ত, জেলায় মোট ১০৩৬

প্রতিবেদক, মো: রবিউল ইসলাম খান:

লক্ষ্মীপুরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতো গত ২৪ ঘণ্টায় নতুন করে মোট ২৪ জন করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ১০৩৬ জন

এ ছাড়াও সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন জেলায় মোট ৫৭৭ জন। তবে বেশীর মানুষ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি না মানার কারনে দিন দিন বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।

জেলা সিভিল সার্জন আবদুল গফফার (শনিবার) সকালে সাংবাদিকদের জানান, গত ২৪ ঘন্টায় ফলাফলে জেলায় ২৪ জন করোনা আক্রান্তের খবর আমাদের কাছে এসেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১০৩৬ জন।

মোট হিসেবে সদর উপজেলায় ৫৭০ জন, রামগঞ্জে ১৬২ জন, রামগতি ৬৪ জন, কমলনগর ১৪৫ জন ও রায়পুর উপজেলায় ৯৫ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জেলায় মোট মারা যায় ২২ জন।

জেলায় আক্রান্ত বেড়ে যাওয়ার বিষয়ে সিভিল সার্জন আরও বলেন, জেলায় সামাজিক দৃরত্ব ও স্বাস্থ্য বিধি না মেনে জনসাধারণ অবাধে চলাচলের কারণে করোনা সংক্রমনের হার বাড়ছে। সকলকে সচেতন হওয়ার জন্য অনুরোধ জানান তিনি।



ফেসবুক পেইজ