April 19, 2024, 10:17 am

অজ্ঞান পার্টির টার্গেট পশুর হাট

ঈদুল আজহায় রাজধানীর পশুর হাটকেন্দ্রিক বেশি তৎপর অজ্ঞান পার্টি। এছাড়া ঈদ সামনে রেখে বাস, লঞ্চ, ট্রেন স্টেশনসহ জনসামগম স্থানে তারা তৎপরতা বাড়িয়েছে।

বুধবার (২৯ জুলাই) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ৫৫ ও বৃহস্পতিবার ভোরে আরও চার সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৩০ জলাই) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন বলেন, অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে চা, ডাব, পানীয় বা অন্য কোনো খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে টার্গেটকৃত ব্যক্তিকে খাইয়ে সর্বস্ব লুটে নেয়। এছাড়া তারা গোলমরিচের গুঁড়া বা মলম চোখে মাখিয়ে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

তিনি আরও বলেন, জনসমাগম স্থানে এরা তৎপর থাকলেও কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে তাদের তৎপরতা বেশি। গোয়েন্দা বিভাগ দু-তিনদিন ধরে তাদের ধরতে কাজ করেছে। আশা করছি অজ্ঞান পার্টির এ সদস্যদের গ্রেফতারে পশুর হাটের কেনাবেচা নিরাপদ হবে।

ডিবি জানায়, ধারাবাহিক অভিযানে গ্রেফতার ৫৯ জনের মধ্যে গোয়েন্দা ওয়ারী বিভাগ ১৬, সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ ১০, গোয়েন্দা মতিঝিল বিভাগ ৯, গোয়েন্দা রমনা বিভাগ আট, গোয়েন্দা লালবাগ বিভাগ আট ও গোয়েন্দা তেজগাঁও বিভাগ আটজনকে গ্রেফতার করে।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২৪০ পিস চেতনানাশক ট্যাবলেট, চারটি তরল মুভ স্প্রে বোতল, ৯টি মলমের কৌটা, সাতটি হারবাল পেইন কিলার, পাঁচটি চাকু, গুল, ৯ প্যাকেট চেতনানাশক হালুয়াসহ মরিচের গুঁড়া ও জামবাগ উদ্ধার করা হয়।



ফেসবুক পেইজ