April 18, 2024, 10:40 am

করোনা মোকাবেলায় লক্ষ্মীপুরে ফায়ার সদস্যদের সুরক্ষা পোশাক প্রদান

প্রতিনিধি, দৈনিক আমাদের লক্ষ্মীপুের: লক্ষ্মীপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কর্মরত সদস্যদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) প্রদান করা হয়েছে। বিশ্বব্যাপী আতঙ্ক ছড়ানো নোভেল করোনাভাইরাস ছোঁয়াচে রোগ হওয়ায় ফায়ার সার্ভিস কর্মীদের সুরক্ষায় পিপিই প্রদান করা হয়। এছাড়াও জেলা পুলিশের জন্য ১শ মাস্ক বিতরণ করা হয়েছে। ২৬ মার্চ বৃহস্পতিবার রাতে ফায়ার সার্ভিস কার্যালয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক মোঃ ইকবাল হোসেন এর হাতে সুরক্ষা সরঞ্জাম তুলে দেন মোঃ বায়েজীদ ভূঁইয়া। তিনি সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ একেএম শাহজাহান কামাল-এর পক্ষ থেকে এসব প্রদান করেন। এসময় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওয়াছী আজাদ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে সরকারী-বেসরকারী হাসপাতালে কর্মরত চিকিৎসকের সুরক্ষা সামগ্রী জন্য ১০০ পিছ ব্যাক্তিগত সুরক্ষা পোশাক প্রদান করেন সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং লক্ষ্মীপুর-৩ আসনের এমপি একে এম শাহজাহান কামাল। করোনা সংক্রমন এড়াতে চিকিৎসকদের পক্ষে সুরক্ষা সরঞ্জাম গ্রহণ করেন সিভিল সার্জন ডাঃ মোঃ আবদুল গাফ্ফার। সরঞ্জাম গুলোর মধ্যে ১শ পিস প্রাটেকটিভ স্যুট, মাস্ক, স্যু কভার, সেফটি গ্লাফস, হেড ক্যাপ রয়েছে।

এদিকে সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল ও রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানের ব্যাক্তিগত অর্থায়নে সদর উপজেলার জকসিন বাজার, নুরপ্লাজা চত্বর, খাদ্যগুদাম, রামগঞ্জ উপজেলার সোনাপুর মোরগ বাজার ও মাছ বাজার এলাকায়সহ বিভিন্ন স্থানে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, চাল-ডাল, তেল লবণসহ একটি পরিবারের এক সপ্তাহের নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী। সদর উপজেলা নির্বাহী অফিসার শফিকুর রিদোয়ান আরমান শাকিল জানান, করোনা ভাইরাস প্রতিরোধে হাঁট বাজার বন্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুক্ষিন হবে ক্ষুদ্র ও ছিন্নমূল মানুষরা। তাদের আয় রোজগারে পুরো পরিবার চলে। তাই আমার সামর্থ অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। লক্ষ্মীপুর-৩ আসনের এমপি’র এপিএস মোঃ বায়েজীদ ভূঁইয়া জানান, বিশ্বব্যাপি করোণা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। বাংলাদেশেও প্রবেশ করেছে। এই মহামারী থেকে বাঁচতে সকলকে সর্তক থাকবে হবে। এজন্য সাবেক মন্ত্রী শাহজাহান কামাল-এর পক্ষ থেকে চিকিৎসক, ফায়ার সার্ভিস, সাংবাদিকদের জন্য সুরক্ষা পোশাক বিতরণ করা হয়েছে।

এছাড়া সাধারণ মানুষের মাঝে মাস্ক, হ্যান্ড ওয়াশ বিতরণ করা হয়েছে। কেউ আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। এসময় পর্যায়ক্রমে অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হবে বলে জানান তিনি।



ফেসবুক পেইজ