April 25, 2024, 9:36 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী লেখাপড়া করেই অনেক বড় হতে হবে: ঢাবি উপাচার্য লক্ষ্মীপুরে জেলেদের মাঝে গরু বিতরণ

সেই সংগ্রামী মায়া বেগমের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা

জেটিভি অনলাইনসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর লক্ষ্মীপুরের সেই সংগ্রামী মায়া বেগমের পাশে দাঁড়ালেন, জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোসাইন আকন্দ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম । এতে করে বদলে যাবে তাঁর সংগ্রামী জীবনের চাকা।

পেয়েছেন প্রধানমন্ত্রীর উপহার একটি ঘর, একটি নতুন নৌকা ও তার ৩ কন্যার পড়ালেখা’র দায়িত্বও নিলেন উপজেলা প্রশাসন। ইতিপূর্বে নগদ ১০ হাজার টাকা দিয়ে আর্থিক-ভাবে সহযোগিতা করেছেন জেলা প্রশাসক।

রবিবার (১৮ এপ্রিল) দুপুরে মায়া বেগমের বাড়ীতে গিয়ে তার নতুন ঘরের নবনির্মিত কাজ উদ্বোধন করেন জেলা প্রশাসক আনোয়ার হোসাইন আকন্দ।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সফিউর জ্জামান ভূঁইয়া, উপজেলা ভূমি কমিশনার মোঃ মামুন হোসেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাজীব হোসাইনসহ প্রমুখ।

প্রসঙ্গত: মায়া বেগম সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের তালহাটি গ্রামের বাসিন্দা ও স্বামী পরিত্ত্য ৩ কন্যা সন্তানের জননী। তিনি ওয়াব্দা খালে নৌকা চালিয়ে কোনোরকম ৩ মেয়ে নিয়ে দুঃখকষ্টে দিন কাটে। তাঁর সংগ্রামী জীবনের গল্প জেটিভি অনলাইনসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে বিষয়টি নজরে আসে জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের।



ফেসবুক পেইজ