April 16, 2024, 5:14 pm

করোনার এই প্রাদুর্ভাবে সম্ভাব্য মেয়র প্রার্থী মাসুম ভূঁইয়ার ইফতার সামগ্রী বিতরন

লক্ষীপুর প্রতিনিধিঃ-

বর্তমানে দেশের এই ক্রান্তিকাল সময়ে করোনার দ্বিতীয় ধাপে লক্ষীপুর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, আসন্ন লক্ষীপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার একক উদ্যোগে সোমবার (১৯ এপ্রিল) বিকেল আনুমানিক ৫ টায় লক্ষীপুর পৌর এলাকার ২০০ শত হতদরিদ্রের মাঝে ইফতার সামগ্রী বিতরন কার্যক্রম শুরু করা হয়। ইফতার সামগ্রী কার্যক্রম বিতরনে মাসুম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, লক্ষীপুর-২ আসনের নৌকার প্রার্থী এডভোকেট নুর উদ্দীন চৌধুরী নয়ন। এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট রাসেল মাহমুদ (মান্না), জেলা ছাএলীগের সাবেক আহবায়ক নজরুল ইসলাম ( ভুলু), লক্ষীপুর জেলা শ্রমিক লীগের ১ম যুগ্ন আহবায়ক ইউসুফ পাটওয়ারী, লক্ষীপুর জেলা ছাএলীগের সাবেক সভাপতি মাহাদুন্নবী সোহেল। এই সময় লক্ষীপুর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া জানান মানুষের নিরাপত্তার জন্য সরকার ঘোষিত যে লকডাউন এবং বাংলাদেশের করোনার যে ভয়াবহ পরিস্থিতি, এই সব পরিস্থিতিকে সামনে রেখে লক্ষীপুর পৌর এলাকার প্রত্যেকটি  ওয়ার্ডে ইফতার সামগ্রী বিতরন হতদরিদ্রের মাঝে চলমান রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা, বাংলাদেশের কোন লোক না খেয়ে থাকবেনা, এই স্লোগানকে সামনে রেখে তার ইফতার সামগ্রী বিতরন চলমান থাকবে।

 



ফেসবুক পেইজ