April 14, 2024, 9:04 am

রায়পুর কেরোয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আরিফের পক্ষ থেকে রমজানের উপহার পেল ৩৫৩ পরিবার

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো; আরিফুল ইসলাম ইউনিয়নের বিভিন্ন এলাকায় চলমান লকডাউনে ক্ষতিগ্রন্থ অসহায়, গরীব ও দুস্থ ৩৫৩ পরিবারের মাঝে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরন করেন। সামগ্রী মধ্যে ছোলা,তৈল, আলু, খেজুর, মুরী।
বিতরণের সময় তার সাথে আওয়ামীলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ছাত্রলীগ সভাপতি আরিফুল ইসলাম বলেন, লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক ভৃঁইয়া এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানের অনুপ্রেরণা সাধারণ মানুষের কষ্টের কথা চিন্তা করেন এসব ইফতার সামগ্রী বিতরন করেছি। আমার পক্ষ থেকে এসব উদ্যোগ অব্যাহত থাকবে। তবে চলমান করোনা ও লকডাউন সময়ে কেরোয়া ইউনিয়নের জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের কোন ভূমিকা না থাকায় হতাশা ব্যক্ত করেন তিনি।



ফেসবুক পেইজ