April 13, 2024, 3:23 pm

রায়পুরে যৌন হয়রানির শিকার স্কুল শিক্ষার্থী পরিবারের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি : রায়পুর পৌরসভাধীন ১নং ওয়ার্ডস্থ পূর্বলাচ গ্রামের জনৈক স্কুল ছাত্রকে শারিরিক নির্যাতন ও যৌন হয়রানির অভিযোগে থানায় মামলা দায়ের করার প্রতিবাদে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী পরিবার।

সোমবার সন্ধ্যা ছয় ঘটিকার সময় ঐ ভুক্তভোগী পরিবার রায়পুর সাংবাদিক ইউনিয়ন কার্য্যালয়ে উপস্থিত হয়ে এই অভিযোগ প্রদান করেন। ভুক্তভোগী অই স্কুল ছাত্রের রিক্সাচালক পিতা আব্দুল লতিফ জানান, গত ১ জুন মঙ্গলবার বিকাল ৪ ঘটিকার সময় স্থানীয় ইউছুপ (৪২) নামের এক বখাটে তার ৮ম শ্রেনিতে পড়ুয়া ছেলেকে কৌশলে আড়ালে ডেকে নিয়ে তাকে যৌন হয়রানি মূলক শারিরিক নির্যাতন করে। ছেলেটির শোর চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে অভিযুক্তকে মারধর করে এবং এই ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগী স্কুল ছাত্রের পিতা বাদি হয়ে রায়পুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত ইউছুপকে আটক করে আদালতে সোপর্দ করলে তার স্বজনরা বর্তমানে অই স্কুল ছাত্রের পরিবারকে মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকিসহ প্রাণনাশের ভয় দেখাচ্ছে বলেও জানান অই ছাত্রের পরিবার। বর্তমানে তারা জীবনের নিরাপত্তা হীনতায় ভুগছেন বলে সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের নিকট অভিযোগ করেন। অভিযুক্ত ইউছুপ উপজেলার ১০নং ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ খানবাড়ির মৃত হাসান খানের ছেলে।



ফেসবুক পেইজ