April 16, 2024, 2:55 pm

রায়পুরে লকডাউন চলাকালে ভ্রাম্যমান আদালতে জরিমানা

নিজস্ব প্রতিনিধি: দেশব্যপী করোনা সংক্রমন রোধে চলমান লকডাউনে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলাতেও কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন, লকডাউন কার্যকর করতে উপজেলা নির্বাহী অফিসার সাবরীন চৌধূরীর নেতৃত্তে সার্বক্ষনিক মাঠে কাজ করছে পুলিশ,সেনাবাহিনী ও আনসার বিজেবি’র সদস্যরা। গত কয়েকদিনে লকডাউনের শর্ত ভঙ্গ করার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ এবং সড়ক পরিবহন আইন ২০১৮সহ বিভিন্ন মামলায় সর্বমোট ৮৩ হাজার ৮শ টাকা জরিমানা প্রদান করা হয়েছে। অপরদিকে এখানে চলমান লকডাউনে অফিস আদালত,দোকানপাট বা ব্যবসা বানিজ্য বন্ধ থাকলেও সাধারণ জনগণকে বিভিন্ন জায়গায় অহেতুক ঘোরাফেরা করতে দেখাযায়,প্রশাসনের লোকজন দেখলে তারা পূণরায় সটকে পড়ে। জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত কল্পে পৌর কাউন্সিলরদেরকে সাথে নিয়ে প্রতিদিনই মাঠে রয়েছেন পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট। উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখাযায়,নি¤œ আয়ের মানুষ গুলো লকডাউনের বিদ্যমান পরিস্থিতিতে খুবই কষ্টে দিনাতিপাত করছেন।



ফেসবুক পেইজ