April 22, 2024, 3:55 am

রামগতিতে অবৈধ অস্ত্রের কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব

প্রতিনিধি:লক্ষ্মীপুর জেলার রামগতি বাজার এলাকায় অবৈধ অস্ত্রের কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব-১১। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির মালামাল ও ১ টি শর্টগানের গুলি উদ্ধার করা হয় ওই কারখানা থেকে।এর আগে এ ঘটনার সাথে জড়িত ২ আসামী কে অস্ত্র সহ আটক করে র‌্যাব। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে সোমবার সকালে নোয়াখালীর হাতিয়া ও লক্ষ্মীপুরের রামগতি থানায় পৃথক পৃথক অস্ত্র আইনে মামলা দায়ের করেন।এ ব্যাপারে র‌্যাব-১১ নারায়নগঞ্জের কমান্ডার জসিম উদ্দিন চৌধুরী সাংবাদিকদের জানান, গতকাল রোববার ভোরে গোপন সংবাদ পেয়ে র‌্যাব নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বয়ারচর এলাকা থেকে অভিযান চালিয়ে আনোয়ার হোসেন, মো: বাবলু নামে ২ জনকে ২ টি এলজি ও ৩ টি একনলা বন্দুকসহ আটক করে।তিনি আরও জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, লক্ষ্মীপুরের রামগতি বাজারে ওয়ার্কশপের আড়ালে স্থানীয় মো: রায়হান অবৈধ অস্ত্রের কারখানা বানিয়ে অস্ত্র তৈরি করতো তার তৈরিকৃত দেশীয় অস্ত্রগুলো নোয়াখালী ও লক্ষ্মীপুরের উপকূলীয় এলাকার জলদস্যু গ্রুপ ও চরাঞ্চলের সন্ত্রাসী বাহিনীর কাছে সরবরাহ করা হতো।

এছাড়াও এই অস্ত্রগুলো সাগরে ডাকাতি, অপহরণ, খুন, ডাকাতি, চাঁদাবাজি, জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় ও সন্ত্রাসীমূলক কর্মকান্ডে ব্যবহার করা হত। পরে অস্ত্রগুলো তৈরির কারখানাটি সনাক্ত করে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান অবৈধ অস্ত্র তৈরির সরঞ্জাম ও ১টি শর্টগানের গুলি উদ্ধার করা হয়। এ সময় কারখানার মালিক মোঃ রায়হান র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।
এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে থানায় পৃথক পৃথক ২ টি মামলা দায়ের করে। আটককৃতদের গ্রেফতার দেখিয়ে থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে। তাদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে পুলিশে সহযোগীতায় জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।



ফেসবুক পেইজ