March 29, 2024, 3:46 pm
ব্রেকিং :

লক্ষ্মীপুরে আইসিভিজিডি কর্মসূচির উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলায় জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচী ও হেলেন কেলার ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় ইনভেস্টমেন্ট কম্পোনেন্ট ফর ভালনার‍্যাবল গ্রুপ ডেভেলপমেন্ট (আইসিভিজিডি) কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একে এম সালাহ উদ্দিন টিপু
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদা আক্তার, হেলেন কেলার ইন্টারন্যাশনাল এর মনিটরিং অফিসার মোঃ শহিদুল ইসলাম এর উপস্থাপনায় হেলেন কেলার ইন্টারন্যাশনাল এর প্রকল্পের বিস্তারিত বিবরণ তুলে ধরেন প্রশিক্ষণ ম্যানেজার মাহবুবা আক্তার।
এ ছাড়াও আলোচনা অংশ নেন চরশাহী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গুলজার মাহমুদ, দালাল বাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সহেল, টুমচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন, দিঘলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ মুজিবুর রহমান, ট্রেনিং অফিসার পলি খাতুন প্রমূখ।
উক্ত অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সচিবগণ, আইসিভিজিডি উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।
অবহিতকরণ সভার শেষে আইসিভিজিডি কর্মসূচির উপকারভোগীদের মাঝে কার্ড বিতরণ করা হয়। উল্লেখ্য, সদর উপজেলায় ২১ টি ইউনিয়নের ১৬৫০ জন ভিজিডি প্রাপ্তদের মধ্যে বাছাই মোট ১২০০ উপকারভোগীকে এই কর্মসূচীর আওতায় অন্তর্ভুক্ত করা হবে।



ফেসবুক পেইজ