September 24, 2023, 5:13 pm

সুবর্ণচরে ৪ শতাংশ মুনাফায় বিনিয়োগ দিল এসআইবিএল 

নিজস্ব প্রতিবেদক ঃ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সয়াবিন ও মরিচ চাষিদের মাঝে ৪ শতাংশ মুনাফায় বিনিয়োগ দিয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)। শনিবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা মিলনায়তনে এক অনুষ্ঠানে ৩২৫ জন কৃষকের মাঝে এই বিনিয়োগ বিতরণ করা হয়। এ বিনিয়োগের মাধ্যমে সঠিক সময়ে সার, বীজ সহ প্রয়োজনীয় কৃষি উপকরণ কৃষকদের কাছে পৌঁছে যাবে।
এসআইবিএল এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিরাজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।
বিশেষ অতিথি ছিলেন, এসআইবিএল এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ তাজুল ইসলাম।  অতিথি ছিলেন, সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান এ এইচ এম খায়রুল আন্ম চৌধুরী সেলিম, ইউএনও চৈতি সর্ববিদ্যা, নোয়াখালী কৃষি গবেষণা ইন্সটিটিউট এর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ মহী উদ্দিন চৌধুরী,  নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহাকারি অধ্যাপক মোঃ মুশফিকুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, এসআইবিএল মাইজদী শাখার এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মুহাম্মদ আবদুস শহিদ। উপস্থিত ছিলেন নন্দন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রাজু আহমেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।ফেসবুক পেইজ