April 25, 2024, 3:06 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী লেখাপড়া করেই অনেক বড় হতে হবে: ঢাবি উপাচার্য লক্ষ্মীপুরে জেলেদের মাঝে গরু বিতরণ

রায়পুরে ইভটিজিংয়ের অপরাধে ২ জনের কারাদন্ড

মো.আজম,রায়পুর (লক্ষ্মীপুর) : উপজেলার পূর্বলাছ এলাকার হালিমা (রাঃ) মহিলা দাখিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণীর ২ ছাত্রিকে ইভটিজিংয়ের অপরাধে আহাদ হোসেন (২৩) এবং জাহিদুল ইসলাম সবুজ (১৯) নামের ২জনকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (২ জুলাই) দুপুরে উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল। জানাযায়,অভিযুক্ত ঐ ২ আসামী উল্লেখিত ঘটনাস্থলে ২টি মেয়েকে উত্যক্ত করছে এমন একটি সংবাদ স্থানীয়দের কাছ থেকে পাওয়া গেলে ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল পুলিশ নিয়ে ঘটনাস্থলে হাজির হয়ে ঐ ২ যুবককে হাতেনাতে আটক করে উভয়কে দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারা মোতাবেক ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ড প্রাপ্ত আসামী জাহিদুল ইসলাম সবুজ দেবীপুর গ্রামের পাটাওয়ারি বাড়ির জাহাঙ্গির আলমের ছেলে এবং আহাদ হোসেন একই গ্রামের সৈয়দ আলী জমাদ্দার বাড়ির মৃত মনির হোসেনের ছেলে।



ফেসবুক পেইজ