March 25, 2024, 9:52 pm
ব্রেকিং :

রায়পুরে আরও ৮৫ গৃহহীন-ভূমিহীন পরিবারকে জমিসহ প্রধানমন্ত্রীর উপহার ঘর হস্তান্তর

মো.আজম : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ৩য় পর্যায়ের ২য় ধাপে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের আওতায় আরও ৮৫ গৃহহীন-ভূমিহীন পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ জুলাই) রায়পুর উপজেলা পরিষদ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেরেন্সের মাধ্যমে উক্ত কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এসময় উপকারভোগীদের মাঝে ঘরের কাগজপত্রসহ চাবি বুঝিয়ে দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার অন‌্জন দাশ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট,উপজেলা সহাকারি কমিশনার (ভূমি) রাসেল ইকবাল,ভাইস চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়াসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারি,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারসহ সাংবাদিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ। প্রকাশ থাকে যে আজ সারা দেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ২৬ হাজার ২২৯ টি গৃহহীন-ভূমিহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। উল্লেখ্য রায়পুর উপজেলায় তৃতীয় পর্যায়ে নির্মিত ৩০০টি ঘরের মধ্যে গত ২৬ এপ্রিল ২০২২ তারিখে হস্তান্তর করা হয়েছে ২১৫টি ঘর এবং অদ্য ২১ জুলাই ২০২২ তারিখ আরও ৮৫ টি ঘর হস্তান্তর করা হয়। ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য তৃতীয় পর্যায়ে নির্মিত ৩০০টি ঘরের মধ্যে ০২ নং উত্তর চরবংশী ইউনিয়নের মদিনা বাজার আদর্শগ্রাম আশ্রয়ণ প্রকল্পে ৪১টি, কুচিয়ামোড়া আশ্রয়ণ প্রকল্পে ২২টি, ০৩ নং ইউনিয়নের চর মোহনা আশ্রয়ণ প্রকল্পে ২০টি, ০৬ নং কেরোয়া ইউনিয়নের মীরগঞ্জ আশ্রয়ণ প্রকল্পে ০৯টি, ০৭ নং বামনি ইউনিয়নের পালবাড়ি আশ্রয়ণ প্রকল্পে ৯৪টি, শিবপুর আশ্রয়ণ প্রকল্পে ১০টি, ০৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের কারিমিয়া আশ্রয়ণ প্রকল্পে ৭০টি এবং ০৯ নং দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের উদমারা বন্ধুবাড়ি আশ্রয়ণ প্রকল্পে ৩৪টি ঘর নির্মাণ করা হয়েছে।



ফেসবুক পেইজ