December 6, 2023, 9:36 pm

শেখ হাসিনার জন্মদিনে লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতার খাবার বিতরণ

 

নিজস্ব প্রতিবেদকঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে লক্ষ্মীপুরে দোয়া ও খাবার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোনায়েম হোসেনের নিজ উদ্যোগে এসব খাবার বিতরণ করা হয়। এসময় শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। লাহারকান্দি ইদিলপুর আল হেলান নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মোনায়েম হোসেন বলেন, শেখ হাসিনা হাজারো প্রচেষ্টা, ত্যাগ-তিতিক্ষার পর দেশের রাজনীতিতে একজন সফল প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু দেশের রত্ন নয়, তিনি বিশ্বরত্ন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা বাঙালি জাতির চেতনার প্রতীক, আমাদের অহংকার। যার অপ্রতিরোধ্য পথচলায় বাংলাদেশ আজ ছুটে চলছে উন্নয়নের মহাসড়কে। শেখ হাসিনা মানেই উন্নয়নের জয়জয়কার, বাংলাদেশের আস্থার প্রতীক। আমাদের সবার অনুকরণীয় দৃষ্টান্ত।এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুল করিম, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক তৌসিফ মাহমুদ সোহেল।

দোয়া পরিচালনা করেন ইদিলপুর আল হেলান নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক শাহাদাৎ হোসেন।ফেসবুক পেইজ