April 11, 2024, 6:59 am

রায়পুরে বৈদ্যতিক শর্টসার্কিট থেকে বসতঘরে আগুন,দু’পক্ষের দন্ধ

স্টাফ রিপোর্টার : লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভাধীন ৬নং ওয়ার্ডস্থ অলিমিয়া পাটাওয়ারি বাড়ির (সুলতান মাষ্টারের বাড়ি) মৃত সিরাজউল ইসলামের ঘরে বৈদ্যতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে প্রায় অর্ধলক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভোর রাতে উল্লেখিত ব্যক্তির ঘরে আগুন লাগে বলে জানাযায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে দ্রুত আগুন নেভাতে সক্ষম হন। রায়পুরস্থ ফায়ার সার্ভিস স্টেশন থেকে প্রাপ্ত তথ্য মতে ঘরের ভিতরে একটি পুরনো ফ্রিজ ছিল,প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ফ্রিজের কম্প্রেসর বাষ্ট হয়ে আগুনের সূত্রপাত ঘটেছে, এতে ঘরে থাকা কিছু আসবাবপত্র পুড়ে নষ্ট হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা। সরেজমিন ঘটনাস্থল পরিদর্শনকালে  সিরাজউল ইসলামের ভাই দেলোয়ার মৃধ্যা জানান, কয়েকবছর ধরে তাদের সাথে একই বাড়ির নিজাম হায়দার’র (৭০) সাথে দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে,বিরোধকৃত জমি-জমার বিষয়কে কেন্দ্র করে তাদের প্রতিপক্ষ নিজাম হায়দার রাতের অন্ধকারে ঘরে আগুন লাগিয়ে ফালিয়ে যায়। এবিষয়ে জানতে নিজাম হায়দারের সাথে কথা বললে তিনি জানান,ঘরে আগুন লাগিয়ে দেওয়ার বিষয়টি সত্য নয়, আমি এবং আমার স্ত্রী দু’জনেই বয়স্ক মানুষ এবং অসুস্থ,আমার সন্তানেরাও কেউই বাড়িতে থাকে না,সিরাজ গংদের সাথে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে সত্য,বিরোধকৃত জায়গায় তারা পাকা ঘর তুলতে গেলে আমরা বিষয়টি নিয়ে আদালতের ধারস্থ হলে বিজ্ঞ আদালত সেখানে ১৪৪ ধারা জারি পূর্বক তাদের কাজ বন্ধ রাখার নির্দেশনা প্রদান করেন,কিন্ত দুঃখ জনক হলেও সত্য এই যে, তাদের পরিত্যাক্ত ঘরে আগুন লাগলে তারা বিষয়টি আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক ! আমি এবং আমার পরিবার দু’জনেই বয়স্ক এবং অসুস্থ,তাদের এই হীন উদ্দশ্যের সঠিক বিচার আমরাও দাবি করছি। ঘটনাটি নিয়ে প্রতিবেশিদের সাথে আলাপ করলে তারা প্রকৃত ঘটনার সত্য উদঘাটনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।



ফেসবুক পেইজ