April 19, 2024, 8:09 pm

শিক্ষা মানুষকে যুগ যুগ ধরে স্মরনে রাখে – বিটিএমএ’র সভাপতি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নিজ প্রতিষ্ঠিত ডা, আব্দুল হক ম্যামোরিয়াল  কলেজের সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন  বাংলাদেশ টেক্সটাইল মেইল এসোসিয়েশন (বিটিএমএ) এর সভাপতি জনাব আলহাজ্ব মোহাম্মদ আলী খোকন।  সোমবার (০২ জানুয়ারি ২০২৩) সকালে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ডা, আব্দুল হক ম্যামোরিয়াল কলেজে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির  প্রতিষ্ঠাতা সভাপতি  বাংলাদেশ টেক্সটাইল মেইল এসোসিয়েশন (বিটিএমএ) এর সভাপতি জনাব আলহাজ্ব মোহাম্মদ আলী খোকন প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী খোকন বলেন শিক্ষাই মানুষকে যুগ যুগ ধরে স্মরনে / বাচিয়ে রাখে, তিনি বলেন শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহনের মন মানসিকতা থেকে বেরিয়ে এসে সুশিক্ষা গ্রহনে মনোনিবেশ করা প্রয়োজন, তিনি আরও বলেন আগামী ১০ বছরের মধ্যে এখানে একটি ডিগ্রি কলেজ করা হবে।

 যাতে করে আর্থিক সংকটের কারনে একটি শিক্ষার্থীও যেন শিক্ষা জীবন থেকে ঝড়ে না পড়ে। 

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে রায়পুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আলতাফ হোসেন হাওলাদার বলেন, মোহাম্মদ আলী খোকন মাসে  মাত্র ৩০ টাকা বেতনে সুশিক্ষা গ্রহনের যেই সুযোগ করে দিয়েছেন তা শুধু লক্ষ্মীপুরে নয় সারা বাংলাদেশে এক নজিরবিহীন ঘটনা, 

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা,আব্দুল হক ম্যামোরিয়াল কলেজের  অধ্যক্ষ জনাব মোঃ খান আল মামুন।

উপস্থিত ছিলেন রায়পুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের  চেয়ারম্যানগন, এলাকার বিভিন্ন সম্মানিত ব্যক্তিরবর্গ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী এ সময় উপস্থিত বক্তারা শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।



ফেসবুক পেইজ